জাজিরা প্রতিনিধিঃ
ফসী জাতের মাশকালাই আবাদ বৃদ্ধির উদ্দেশ্যে শরীয়তপুরের জাজিরায় ৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উফশী মাশকালাই বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার ১৯সেপ্টেম্বর সকাল ১০টার সময় জাজিরা উপজেলা পরিষদ ক্যাম্পাসে উপজেলা কৃষি অফিসার মো. জামাল হোসেন এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান সোহেল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তালেব চৌকিদার, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. নাজিম উদ্দীন, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার কেরামত আলী মোল্লা, বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি অফিসার, পৌর কাউন্সিলরগণ ও ইউপি সদস্যসহ কৃষক কৃষাণীরা।
মাশকালাই প্রণোদনা কর্মসূচিতে প্রত্যেক কৃষক ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার, ৫ কেজি এমওপি সার পাচ্ছেন, যাতে করে এক বিঘা জমিতে মাশকালাই আবাদ করতে পারেন।
অনুষ্ঠানে বক্তরা কৃষি বান্ধব সরকারের কৃষি উন্নয়নের বিভিন্ন কর্মসূচির প্রশংসা করেন এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে কৃষি বিভাগের প্রশাংসা করে কৃষককে অধিক পরিমাণে ফলনে আন্তরিকভাবে কাজ করার আহবান জানান।