মঙ্গলবার ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ দুপুর ২:০৬

জাজিরায় ব্যাংক কর্মকর্তার অস্বাভাবিক মৃত্যু

জুন ১২, ২০২৩            

সাগর মিয়া, জাজিরাঃ

শরীয়তপুরের জাজিরায় মিঠু মৃধা (৩৫) নামে এক ব্যাংক কর্মকর্তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন নিহতের বাবা সাবেক ব্যাংক কর্মকর্তা আব্দুল মান্নান মৃধা। সোমবার (১২-জুন) সকালে তার নিজ বাসা থেকে তাকে আহতাবস্থা উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহত মিঠু মৃধা(৩৫) বরিশাল জেলার গৌরনদী থানার সরিকল গ্রামের মোঃ আব্দুল মান্নান মৃধার ছেলে।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, মিঠু মৃধা কাজিরহাট শাখার ন্যাশনাল ব্যাংকে ক্যাশিয়ারের দায়িত্বে ছিলেন। চাকরির সুবিধার্থে  তিনি কাজীর হাটের বাবুল মৃধার বাড়িতে বাসা ভাড়া নিয়ে পরিবার সহ থাকতেন। সোমবার সকালে বাড়ির মালিক বাবুল মৃধা মুঠোফোনে ব্যাংক কর্মকর্তারদের জানায় যে মিঠু মৃধা স্ট্রোক করেছেন।  এরপর স্থানীয় লোকজন তাকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তার গায়ে আঘাতের চিন্হ পাওয়া গেলেও কোনো রক্ত ছিলোনা বলে দাবি করেছে হাসপাতালের চিকিৎসক।

নিহত মিঠু মৃধার পিতা আঃ মান্নান মৃধা বলেন, আমার ছেলেকে কেউ ষড়যন্ত্র করে হত্যা করেছে। প্রশাসন যেন সঠিক ভাবে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করে।

পুলিশের দাবি কপালে, হাতে ও পায়ে সামান্য আঘাতের চিন্হ পাওয়া গেছে।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান,লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

© Alright Reserved 2021, Hridoye Shariatpur