সাগর মিয়া জাজিরাঃ
পরিবেশ ও জলবায়ুর বিরুপ প্রভাব মোকাবেলায় নিজেদের রক্ষায় ‘আসুন গাছ লাগাই, নিজেদের বাচাই’ এই প্রতিপাদ্যে শরীয়তপুরের জাজিরা উপজেলায় বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২আগষ্ট) দুপুর ১২টার সময় দক্ষিণ ডুবলদিয়া আব্দুর রাজ্জাক হাই স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে আর্জেন্টিনায় বসবাসরত বাংলাদেশী কমিউনিটির আয়োজনে ৩ শতাধিক বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন ও শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয় ।দক্ষিণ ডুবলদিয়া আব্দুর রাজ্জাক হাই স্কুল এন্ড কলজের অধ্যক্ষ মোঃ আলী হোসেন কাজীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ সাংস্কৃতিক কেন্দ্র ও অঙ্গন খেলা ঘরের প্রধান সমন্বয়ক ওমর ফারুক হিরো।
সভাপতির বক্তব্যে মোঃ আলী হোসেন কাজী বলেন, আজ আর্জেন্টিনায় বসবাসরত মানবিক সংগঠন বাংলাদেশী কমিউনিটি বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণ করে যে কাজটি করেছে এতে আমাদের সবাইকে এগিয়ে আসা উচিত। আমি আমার পক্ষ থেকে সংগঠনের সকল সদস্যকে ধন্যবাদ জানাই। তিনি উপস্থিত সবার উদ্দেশ্যে বলেন আপনারা আপনাদের বাড়ির আঙ্গিনায় অন্তত একটি করে হলেও ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করুন।
এসময় অভিনেতা আরফান আহম্মেদ,এটিএন নিউজের সাংবাদিক গিয়াস উদ্দিন আহম্মদ,ক্রিয়া বিশ্লেষক সাংবাদিক অরব মন্ডল,জাজিরা পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর দবির বেপারী,সাবেক কাউন্সিলর সিরাজ বয়াতি আব্দুর রাজ্জাক হাই স্কুলের শিক্ষক আলমগীর হোসেন, মাস্টার লাল মিয়া ও অত্র প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী এবং শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।