শাওন বেপারী, জাজিরা প্রতিনিধিঃ
শরীয়তপুরের জাজিরা উপজেলা বিলাসপুর ইউনিয়নের মুলাই বেপারী কান্দি গ্রামে বাসি বিরানি খেয়ে, বিশক্রিয়ায় একই ঘরের দুইটি শিশু মৃত্যু হয়েছে। মঙ্গলবার ১৬ আগস্ট রাতে মুলাই বেপারী কান্দির শওকত দেওয়ান ও আইরিছ বেগম দম্পতির ছেলে সৌরভ(৬) এবং মেয়ে খাদিজা(৫) হাসপাতালে নেয়ার পথেই মারা যায়। এছাড়াও তাদের আরও এক মেয়ে সাথী অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
সরেজমিনে গিয়ে স্থানীয়দের কাছে এবং শিশু দু’টির মা আইরিছ বেগমের কাছে জানা যায়, মঙ্গলবার সকালে শিশু দুইটির প্রতিবেশী চাচী রওশনা বেগম ফ্রিজে রাখা বাসি খাবার গরম করে মারা যাওয়া শিশু দু’টি ও চাচীসহ তারা সবাই খায়। খাবার খাওয়ার পর থেকেই চাচী রওশনা বেগম ও শওকত দেওয়ানের তিন ছেলে-মেয়ে অসুস্থতা অনুভব করে। তবে প্রথমে তারা বিষয়টিকে অতটা গুরুত্ব দেয়নি। রাতে অবস্থা গুরুতর হলে অসুস্থদেরকে জাজিরা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসা হয়। হাসপাতালে আনার সাথে সাথেই দায়িত্বরত চিকিৎসক রোগীদের প্রাথমিক চিকিৎসা দেয়। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নিয়ে যেতে বলেন। ঢাকায় নেয়ার পথেই সৌরভ ও খাদিজা মারা গেলে তাদের বাড়িতে নিয়ে আসা হয়। তবে অসুস্থ সাথী(১৪)-কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে তার শারিরীক অবস্থার উন্নতি হয়েছে এবং আগের থেকে কিছুটা সুস্থ রয়েছে বলে পারিবারিক সূত্রে জানা যায়।
শিশু দু’টির মা আইরিছ বেগম জানান, আমার জা’য়ের সাথে আমাদের কোন শত্রুতা নেই। আদর করেই আমার বাচ্চাদের তিনি খাওয়াইছেন। আমার ভাগ্যে ছিলো তাই এমনটি হলো।
স্থানীয় শৃদম বেপারী জানান, বাসি বিরানি খাওয়ার ফলে বাচ্চাগুলো অসুস্থ হয়ে পড়ে এবং চিকিৎসা দিতে নেয়ার পথে এই বাচ্চা দু’টি মারা যায়।
মঙ্গলবার দিবাগত রাতে জাজিরা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডাঃ সগাকিল আহমেদ জানান, বাচ্চাগুলোর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আমরা সাথে সাথে ধাকায় পাঠিয়ে দিয়েছি। যেহেতু বাশি খাবার খেয়ে অসুস্থ হয়েছে তাই ফুড পয়জনিংয়ের বিষয়টিই ধারণা করা হচ্ছে।