সাগর মিয়া, জাজিরা থেকেঃ
শরীয়তপুরের জাজিরায় মধ্য রাতে বেদে পল্লী সহ রাস্তার পাশে বসবাসরত গরীবদের মাঝে কম্বল বিতরণ করেন (ইউএনও) মোঃ কামরুল হাসান সোহেল। সোমবার (২ জানুয়ারি) মধ্য রাতে কাজিরহাট বেদে পল্লীসহ সফি কাজির মোড় পর্যন্ত দরিদ্র ও অসহায় শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এ কম্বল বিতরণী কার্যক্রম চালানো হয়।
এসময় আর উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা চেয়ারম্যান মোবারক আলী শিকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম ও উপজেলা আওয়ামিলীগ নেতা আনিছুর রহমান মাদবর সহ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের বেশ কয়েকজন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কামরুল হাসান সোহেল জানান, রাতের আঁধারে রাস্তায় বের হলেই কেবল প্রকৃত শীতার্ত মানুষদের পাওয়া যায়। তাই আমরা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের আওতার
এই কম্বলগুলো রাতে বের হয়ে প্রকৃত দরিদ্র শীতার্তদের মধ্যে বিতরণ করলাম।