শনিবার ১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ সকাল ১০:৩১

জাজিরায় পারিবারিক কলহে গৃহবধূর আত্মহত্যা

ডিসেম্বর ১, ২০২২            

সাগর মিয়া, জাজিরা প্রতিনিধিঃ

শরীয়তপুরের জাজিরায় পারিবারিক কলহের জেরে নুসরাত জাহান(১৬) নামে এক কিশোরী গৃহবধুর আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১-ডিসেম্বর) সকালে জাজিরা সদর ইউনিয়নের মনিরুদ্দিন সরদার কান্দি স্বামী রাসেল ছৈয়ালের বাড়িতে এই ঘটনা ঘটে।

স্থানীয় সাবেক চেয়ারম্যান রফিক মাষ্টার জানান, জাজিরা পৌরসভার মতি সাগর মৌলভী কান্দি গ্রামের দুলাল মাদবরের মেয়ে নুসরাত জাহানের সাথে গত প্রায় এক বছর পূর্বে প্রেম সংগঠিত হয়ে বিয়ে হয় মোহাম্মদ আলী ছৈয়ালের ছেলে রাসেল ছৈয়ালের। আজ শুনলাম মেয়েটি আত্মহত্যা করেছে। ঘটনার সঠিক তদন্ত করে কেউ দোষী হলে তাকে আইনের আওতায় আনার দাবী জানাচ্ছি।

এ বিষয়ে জাজিরা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডাঃ সাব্রিনা জানান, আমাদের কাছে নিয়ে আসার পূর্বেই নুসরাত জাহান মারা গিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গলায় রশি দিয়ে মৃত্যুবরণ করেছে নুসরাত জাহান।

এদিকে এই ঘটনায় রাসেল ছৈয়ালের চাচা ইব্রাহিম ছৈয়াল ও বাবা মোহাম্মদ আলী ছৈয়ালকে নুসরাত জাহানের আত্মীয়স্বজন আটক করে জাজিরা থানা পুলিশের কাছে হস্তান্তর করে। বিষয়টি নিশ্চিত করেছেন জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, আমরা আপাতত লাশটি পোস্টমর্টেম জন্য শরীয়তপুর মর্গে প্রেরণ করেছি এবং মামলার প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

© Alright Reserved 2021, Hridoye Shariatpur