হৃদয়ে শরীয়তপুর ডেক্স :
শরীয়তপুর জাজিরা উপজেলায় পদ্মা নদী থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে নৌপুলিশ। রোববার সকাল সাড়ে ১০টার দিকে জাজিরা সাত্তার মাদবর ঘাট এলাকা থেকে অজ্ঞাত ওই যুককের লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল সাড়ে ১০টার দিকে জাজিরার সাত্তার মাদবর ঘাট এলাকায় পদ্মা নদীতে একটি লাশ স্থানীয়রা ভাসতে দেখে ৯৯৯ ফোন করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে জাজিরা থানার ও সাত্তার মাদবর ঘাটের নৌপুলিশ ঘটনাস্থলে পৌঁছে পদ্মা নদী থেকে এক অজ্ঞাত (৩৮) যুবকের লাশ উদ্ধার করে। লাশের পরনে কোনো জামা কাপড় ছিল না।
সাত্তার মাদবর ঘাট পুলিশ ফাঁড়ির এসআই মঈনুল ইসলাম জানান, পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা একটি লাশ উদ্ধার করা হয়। এবিষয়ে জাজিরা থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাউকে পেলে ওই যুবকের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পরিবারে কাউকে না পাওয়া গেলে পৌরসভার মেয়রের মাধ্যমে ময়নাতদন্ত শেষে লাশটি অজ্ঞাত পরিচয়ে পৌর কবরস্থানে দাফন করা হবে।