শনিবার ৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:৩৬

জাজিরায় নতুন জাতের বিনাধান পাইশের মাঠ দিবস অনুষ্ঠিত

নভেম্বর ১৫, ২০২২            

শাওন বেপারী, স্টফ রিপোর্টারঃ

উন্নত মানের উচ্চ ফলনশীল ধানের  জাত সম্প্রসারণে  এবং  চাষ বৃদ্ধির লক্ষ্যে জাজিরাতে চাষ শুরু হয়েছে নতুন নতুন ধানের চাষ।  এরই ধারাবাহিকতায়  রাজস্ব কর্মসূচির আওতায়  ২০২২-২৩অর্থবছরে অদ্য ১৫/১১/২২ তারিখ  বেলা ৩.৩০ ঘটিকায়  জাজিরার বিলাশপুর ইউনিয়নের মেহের আলী মাদবর কান্দি গ্রামে বিনাধান২২ এর মাঠ দিবস  ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জামাল  হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ জনাব গোলাম রাসূল,  বিশেষ অতিথি হিসাবে  অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  মোঃ নাজমুল হুদা , অতিরিক্ত  কৃষি অফিসার,   আরো উপস্তিত ছিলেন উপসহকারী কৃষি অফিসার জনাব  নিজাম উদ্দিন শিকদার, পলাশ বিশ্বাস  সহ শতাধিক জন কৃষক কৃষানী।। বিনাধান২২ চাষ করা প্রদর্শনী কৃষক  লুৎফর রহমান জানান ‘ এই জাতের ধান  চাষ করে আমি লাভবান হয়েছি,  প্রতি বিঘাতে  ১৬ মন ধান পেয়েছি যা আমি কখনোই আগে  এই জমিতে ধান করতাম না  সরকারি ভাবে এই প্রদর্শনী পেয়ে এখন আমরা নিজেরাই বীজ রেখে আগামীতে চাষ করতে পারবো’।

অনুষ্ঠানে বক্তরা বলেন – জাজিরা রব আবহাওয়া  উচ্চ ফলনশীল ধান চাষের জন্য অত্যন্ত  উপযোগী কিন্তু রোপা আমন ধান এর ক্ষেত্রে প্রধান যে সমস্যা তা হল  স্বল্প কালীন জাতের অভাব  এই জাতটি চিকন এবং আগাম ১১২-১১৫ দিনে ফসল কাটা যায় ফলে এই উচ্চ  ফলনশীল জাতটি  জাজিরাতে আরো ব্যপক সাড়া ফেলবে সেটি  প্রত্যাশিত “।   মাঠ দিবস  অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন জনাব মোঃ নিজাম উদ্দিন শিকদার , উপসহকারী কৃষি কর্মকর্তা।।  উল্লেখ্য যে জাজিরাতে  বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বিনাধান২০,  বিধান১৬, বিনা ধান ১৭,  ব্রিধান৭৫  সহ অন্যান্য জাতের চাষের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।।

© Alright Reserved 2021, Hridoye Shariatpur