হৃদয়ে শরীয়তপুর ডেক্স
শরীয়তপুরের জাজিরা উপজেলায় রাতের অন্ধকারে দুর্বৃত্তদের দেয়া আগুনে বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ সরদারের ছেলে দরিদ্র দিনমজুর আনোয়ার সরদারের ঘর ও গৃহপালিত দুটি পশু পুড়ে ছাই হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। গত সোমবার দিনগত রাত ১টার দিকে সেনেরচর ইউনিয়নের ৯নং ওয়ার্ড চরধুপুর কাচারিকান্দী গ্রামে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। খবর পেয়ে জাজিরা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ সরদারের পরিবারের অভিযোগ, চরধুপুর কাচারিকান্দী এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। এক পক্ষের নেতৃত্বে রয়েছে খবির সরদার ও মাহবুব সরদার এবং অপর পক্ষে আছে সাদেক সরদার ও বাদশা সরদার। গত ৫ এপ্রিল এই দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এতে অনেকে হতাহত হয় এবং অনেক বসতবাড়ি ভাংচুর করার হয়। এ ঘটনায় উভয় পক্ষই জাজিরা থানায় মামলা দায়ের করেন। এর জের ধরে গত ৭ এপ্রিল খবির সরদার ও মাহবুব সরদার পক্ষ সাদেক সরদার ও বাদশা সরদার পক্ষের লোকজনের বাড়িঘরে অতর্কিত হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করা হয়। এরপর গত ১১ এপ্রিল সোমবার দিনগত রাত ১টার দিকে সাদেক সরদার ও বাদশা সরদার পক্ষের বীর প্রতিকের মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ সরদারের ছেলে দরিদ্র দিনমজুর আনোয়ার সরদারের ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে ঘরসহ দুটি ছাগল পুড়ে ছাই হয়ে যায়। আনোয়ার সরদারের স্ত্রী তাছলিমা আগুনে পুড়ে গুরুতর আহত হন। তাকে জাজিরা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জাজিরা থানায় মামলা হয়েছে।
জাজিরা থানার অফিসার ইনচার্জ ফারুক আহমেদ বলেন, চরধুপুর কাচারিকান্দী এলাকায় দুটি পক্ষের মধ্যে বিরোধ রয়েছে। এই বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে মাঝে মধ্যেই মারামারির ঘটনা ঘটে। আবার এক পক্ষ আরেক পক্ষকে ফাঁসাতে নিজেরা নিজেদের বাড়িঘর ভাংচুর ও আগুন দিতেছে। এখন এগুলাই চলতেছে ওই এলাকায়। এক কথায় নাটক চলতেছে। এ নিয়ে একাধিক মামলা হয়েছে। ওদের কর্মকান্ডে আমরাও এখন অতিষ্ঠ্য।