শনিবার ১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ সকাল ১০:২৯

জাজিরায় ট্রাক চাপায় প্রাণ গেলো যুবকের

নভেম্বর ১৫, ২০২২            

সাগর মিয়া,জাজিরা প্রতিনিধি।।

শরীয়তপুরের জাজিরার ক্লাবমোড়ে ট্রাকের চাপায় জনি মাদবর(৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১টার  দিকে কাজিরহাট- কাঠালবাড়ি সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত জনি মাদবর জাজিরা উপজেলার ক্লাব মোড়ের সিরাজ মাদবরের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের কাছে জানা যায়, মঙ্গলবার দুপুর ১টার দিকে  জনি মাদবর (৩০) কাজিরহাট থেকে যাওয়ার সময় ক্লাব মোড়ে একটি অজ্ঞাত ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাকের চাপায় পিষ্ট হয়ে সে ঘটনাস্থলেই মারা যান।

এ ব্যাপারে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান,  ট্রাক চালক ঘটনাস্থল থেকে লোকজন আসার আগেই ট্রাক নিয়ে পালিয়ে যাওয়ায় কাউকেই আটক করা যায়নি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। মরদেহ পরিবারের আবেদনের প্রেক্ষিতে পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।

 

© Alright Reserved 2021, Hridoye Shariatpur