রাসেল বেপারী, জাজিরা:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া তার ধারাবাহিকতায় জাজিরায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি সরেজমিনে পরিদর্শন করে বাড়ি বাড়ি গিয়ে সরকারি অর্থ সহায়তা পৌঁছে দিচ্ছেন জাজিরা উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহেল। সোমবার ২৩ মে ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়ি বাড়ি গিয়ে এ সরকারি অর্থ সহায়তা পৌঁছে দেন তিনি।
গত ২১ মে জাজিরার চোর এলাকায় ঝড়ে প্রায় ৭ টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়,
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ইউএনও স্যারের নির্দেশে যেখানেই ক্ষতিগ্রস্ত সাধারন জনগন সেখানেই সাথে সাথে তাদের সরকারী সেবা পৌছে দিচ্ছে।
জাজিরা উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহেল বলেন জনগনের সেবক হিসাবেই একজন সরকারী অফিসার হিসাবে শপথ গ্রহন করেই সরকারী কাজে নেমেছেন।