সাগর মিয়া, জাজিরাঃ
“নিরাপদ মাছে ভরবো দেশ, গাড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুরের জাজিরা উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উপলক্ষে র্যালি,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এবং পোনা মাছ অভমুক্তকরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে পরিষদ চত্বরে পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়।
এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফের উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
এরপরে উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহেলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ রেজাউল শরীফ।
এসময় উপজেলা কৃষিবিদ জামাল হোসেন, উপজেলা পি আই ও অফিসার নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক বাবুল আকন, জাজিরা পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর রতন বেপারী,পি আই ও সহকারী অফিসার সোহাগ হোসেন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে ২০২৩ সালে উপজেলায় মৎস্য চাষে বিশেষ অবদান রাখার জন্য মৎস্য চাষি মোঃ ফজলুল হক খান,হেলেনা আক্তার, মাজাহারুল ইসলাম, তুষার হাওলাদার,সোমাইয়া আক্তারকে পুরস্কার প্রদান করা হয়।