শনিবার ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ দুপুর ২:৪৮

জাজিরায় জমি নিয়ে ভাইয়ের সাথে ভাইয়ের দন্দ, দেশীয় অস্ত্রের মহোড়া

জানুয়ারি ৩১, ২০২৩            

শাওন বেপারী, স্টাফ রিপোর্টার:

শরীয়তপুরের জাজিরা উপজেলার মূলনা ইউনিয়নের রায়ের কান্দি (৬ নং ওয়ার্ড) এলাকায় জমি নিয়ে দুই ভাইয়ের সামান্য মারামারির ঘটনায় দেশীয় অস্ত্রের নিয়ে মহোড়া চালানো হয়েছে। সোমবার (৩০-জানুয়ারি) সকালে সীমানায় জমি না রেখে বহুতল বাসভবন তোলাকে কেন্দ্র করে আবু আলেম হাওলাদার (৫৭) ও তার আপন ভাই মোবারক হাওলাদার (৬০) স্থানীয় পঞ্চায়েতের সামনেই দন্দে জড়ায়। দুই ভাইয়ের মধ্যে হাতাহাতির এক পর্যায়ে মোবারক হাওলাদারের দুই ছেলে সাগর (২৬) ও সজিব (২৪) ধারালো ছেন ও টেঁঠা নিয়ে মহোড়া চালায়।

সরজমিন গেলে স্থানীয় কয়েকজন জানান, মোবারক হাওলাদার এবং আবু আলেম হাওলাদার সম্পর্কে আপন ভাই। মোবারক হাওলাদার সীমানায় জমি না রেখে একটি বহুতল ভবন নির্মাণ করতেছে এমন বিষয় নিয়ে দুই ভাইয়ের দন্দ চলছে কয়েকমাস ধরে। বিষয়টি নিয়ে জাজিরা থানায় অভিযোগ করা হয়েছিলো। বিষয়টি স্থানীয় সালিসের মাধ্যমে আপোষ মীমাংসা করার জন্য বসলে দুই ভাইয়ের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে একে অপরকে লাঠি দিয়ে আঘাত করে। এসময় মোবারক হাওলাদারের দুই ছেলে ধারালো ছেন ও টেঁঠা নিয়ে মারামারি করতে আসে।

এই ঘটনায় মোবারক হাওলাদার মাথায় আঘাত পেলে তাকে জাজিরা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বিষয়টি নিয়ে জাজিরা থানায় পাল্টাপাল্টি অভিযোগ করেছে দু’পক্ষই।

এ বিষয়টি নিয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, মারামারির বিষয়টি আমরা জানি। দু পক্ষই লেখিত অভিযোগ করেছে।ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য দু পক্ষকেই সতক করা হয়েছে।

© Alright Reserved 2021, Hridoye Shariatpur