রাইসুল ইসলাম নয়ন,জাজিরা থেকে
শরীয়তপুরের জাজিরায় গরু ও ট্রাকসহ চোর সিন্ডিকেটের দুই সদস্যকে আটক করেছে পুলিশ।শুক্রবার (২২জুলাই) ভোর ৫টা ৩০ মিনিটের সময় উপজেলার সেনেরচর ইউনিয়নের মাদ্রাসা গেট থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, পটুয়াখালী সদর থানার গোপখালী তালুকদার বাড়ি গ্রামের কামাল তালুকদারের ছেলে কামাল তালুকদার (৩২) এবং অপরজন হলেন ফরিদপুরের কোতোয়ালি থানার শিবরামপুর গ্রামের রাজ্জাক মোল্লার ছেলে আকাশ মোল্লা।
জাজিরা থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) সুজন হক বলেন, নিয়মিত টহলে গঙ্গানগর বাজারে সন্দেহভাজন ভাবে আমি একটি ট্রাক কে সিগন্যাল দিলে গাড়ি না থামিয়ে অধিক গতিতে পালানোর চেষ্টা করে তখন আমরা ট্রাকটির পিছু নেই, কিন্তু কিছুদূর যাওয়ার পরে তাঁকে হারিয়ে ফেলি, পরবর্তীতে খোজাখোঁজির পর গাড়িটি পুনরায় সেনেরচর মাদ্রাসা গেট এর পূর্ব পাশে শুক্কুর মাদবরের বাড়ির সামনে সনাক্ত করে আটক করি তখন চোর দলের সদস্যরা পালানোর চেষ্টা করে, অতঃপর তাদের ধাওয়া করে ২ জন কে আটক করতে সক্ষম হই। ও একটি সাদা কালো মিশ্রিত বর্ণের গাভী ও একটি বাছুর এবং চোরাই কাজে ব্যবহারিত ট্রাক জব্দ করি।
জাজিরা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, ট্রাকসহ তাদের নিকট থেকে চুরির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত গরু মালিকদের খোঁজা হচ্ছে। মালিক পেলে আইনি প্রক্রিয়া শেষে গরু হস্তান্তর করা হবে।