মঙ্গলবার ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ সকাল ৮:১৬

জাজিরায় কীর্তিনাশা নদীতে পোনা মাছ অবমুক্তকরণ

সেপ্টেম্বর ১৪, ২০২৩            

সাগর মিয়া জাজিরা থেকেঃ

শরীয়তপুরের জাজিরায় কীর্তিনাশা  নদীতে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ করেছে উপজেলা মৎস্য অফিস।বৃহস্পতিবার (১৪সেপ্টেম্বর) দুপুরে জাজিরা উপজেলার কাজীরহাটের কীর্তিনাশা নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়।

২০২৩-২৪ অর্থ বছরে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ উন্নয়ন প্রকল্পের আওতায় মোট ২৩৭ কেজি রুই, কাতলা ও শিং মাছের পোনা ছাড়া হয়।

জাজিরা উপজেলা মৎস্য অফিসের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পোনা মাছ অবমুক্তকরণ করেন শরীয়তপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ নিজাম উদ্দিন আহাম্মেদ ।

এসময় উপস্থিত ছিলেন, জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান সোহেল, শরীয়তপুর জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রেজাউল শরীফ, দেশীয় প্রজাতীর মাছ ও শামুক সংরক্ষন উন্নয়ন প্রকল্পের মাঠ সহায়ক কর্মী তুষার মিয়া, ইমন হাওলাদার,আতিক বেপারী, শহিদুল ইসলাম প্রমুখ।

© Alright Reserved 2021, Hridoye Shariatpur