সাগর মিয়া জাজিরা থেকেঃ
শরীয়তপুরের জাজিরায় কীর্তিনাশা নদীতে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ করেছে উপজেলা মৎস্য অফিস।বৃহস্পতিবার (১৪সেপ্টেম্বর) দুপুরে জাজিরা উপজেলার কাজীরহাটের কীর্তিনাশা নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়।
২০২৩-২৪ অর্থ বছরে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ উন্নয়ন প্রকল্পের আওতায় মোট ২৩৭ কেজি রুই, কাতলা ও শিং মাছের পোনা ছাড়া হয়।
জাজিরা উপজেলা মৎস্য অফিসের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পোনা মাছ অবমুক্তকরণ করেন শরীয়তপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ নিজাম উদ্দিন আহাম্মেদ ।
এসময় উপস্থিত ছিলেন, জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান সোহেল, শরীয়তপুর জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রেজাউল শরীফ, দেশীয় প্রজাতীর মাছ ও শামুক সংরক্ষন উন্নয়ন প্রকল্পের মাঠ সহায়ক কর্মী তুষার মিয়া, ইমন হাওলাদার,আতিক বেপারী, শহিদুল ইসলাম প্রমুখ।