শনিবার ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ দুপুর ২:৫৫

জাজিরায় কন্দাল ফসল উৎপাদনে কৃষকদের প্রশিক্ষণ

আগস্ট ৩১, ২০২৩            

শাওন বেপারী জাজিরা থেকেঃ
শরীয়তপুরের জাজিরা উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। বৃহস্পতিবার (৩১-আগস্ট) সকাল ৯ ঘটিকায় উপজেলা পরিষদের পুরাতন ভবনের তৃতীয় তলায় অনুষ্ঠিত হয় এই প্রশিক্ষণ কর্মশালা। এসময় কৃষক কৃষাণীদের মধ্যে কন্দাল জাতীয় ফসলের গুরুত্ব ও উৎপাদন বৃদ্ধি সম্পর্কে বিভিন্ন পরামর্শ দেন উপস্থিত কৃষি কর্মকর্তারা।

উপজেলার বড় গোপালপুর, বিকে নগর, মূলনা সহ বিভিন্ন ইউনিয়নের ৬০ জন কৃষক কৃষাণী অংশ নেয় এই প্রশিক্ষণে।

পরে প্রশিক্ষণ নেয়া কৃষক কৃষাণীদের হাতে সনদপত্র তুলে দেন জেলা কৃষি অফিসের অতিরিক্ত উপপরিচালক আবুল হোসেন মিয়া। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার বীথি রানী বিশ্বাস ও মুসলিমা জাহান রুনিয়া।উল্লেখ্য, জাজিরা উপজেলা কৃষি অফিস দীর্ঘদিন ধরে অধিক পুষ্টিগুণ সমৃদ্ধ ও অধিক লাভজনক কন্দাল ফসল উৎপাদনে কাজ করে যাচ্ছে। এরমধ্যে রয়েছে ওলকচু, কাসাভা সহ নানা ধরনের উচ্চমূল্যের ফসল। এরই ধারাবাহিকতায় কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় বিভিন্ন ইউনিয়নের কৃষক কৃষাণীদের দেয়া হয় এই প্রশিক্ষণ।

© Alright Reserved 2021, Hridoye Shariatpur