শনিবার ৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ বিকাল ৫:৫৫

জাজিরায় উৎপাদিত সবজির প্রথম চালান যাচ্ছে সুইজারল্যান্ডে

জানুয়ারি ৪, ২০২৩            

সাগর মিয়া, জাজিরা থেকেঃ

শরীয়তপুরের জাজিরায় উৎপাদিত সবজির প্রথম চালান যাচ্ছে সুইজারল্যান্ডে। সেই মোতাবেক ইউরোপের বাজারে সবজি রপ্তানির প্রক্রিয়া শুরু করেছে সরকার। ৩ জানুয়ারী মঙ্গলবার বিকেলে জাজিরা উপজেলার মিরাশার কাঁচা বাজার থেকে সবজির প্রথম চালান ঢাকায় অবস্থিত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সেন্ট্রাল প্যাকেজিং হাউসে পাঠানো হয়েছে।

সরকারি রপ্তানি নীতি মালা সম্পন্ন করে আগামী কাল বুধবার বিমানযোগে সুইজারল্যান্ডে পাঠাবে রপ্তানিকারক প্রতিষ্ঠান বিএইচ ট্রেড ইন্টারন্যাশনাল।

বিএইচ ট্রেড ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল ইসলাম কল্লোল বলেন, “শরীয়তপুরের জাজিরায় উৎপাদিত কচু, কাঁচা মরিচ ও লাউ এ মুহূর্তে রপ্তানির জন্য প্রস্তুত করা হয়েছে। আমরা আপাতত একটা নির্দিষ্ট পরিমাণ সবজি সুইজারল্যান্ডে পাঠানোর প্রস্তুতি নিয়েছি। আশা করছি, খুব শীঘ্রই আমরা পুরোদমে জাজিরার সব ধরনের সবজি ইউরোপে রপ্তানি শুরু করতে পারব।”

শরীয়তপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, শরীয়তপুর জেলার বিভিন্ন উপজেলায় মোট ৮৫ হাজার হেক্টর জমিতে বিভিন্ন ধরনের কৃষিপণ্য চাষাবাদ করা হয়। তার মধ্যে সবচেয়ে বেশি সবজির চাষাবাদ করা হয় জাজিরা উপজেলায়।

জাজিরা উপজেলার ফুলকপি, বাঁধাকপি, লাউ, করলা, শসা, কাঁচা মরিচ, আলু, ঢেড়স, ঝিঙ্গা, চিচিঙ্গা, কচু, শিম, টমেটোসহ বিভিন্ন সবজি চাষাবাদ করা হয়। পদ্মা সেতু চালু হওয়ার পর জাজিরা উপজেলায় উৎপাদিত সবজির চাহিদা বহুগুণ বেড়ে গেছে।

জাজিরা উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ২৯ ডিসেম্বর জাজিরায় নিরাপদ সবজি ও ফল রপ্তানি বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছিল। সেখানে স্থানীয় প্রশাসন ও রপ্তানিকারকেরা ইউরোপে সবজি রপ্তানির ঘোষণা দিয়েছিলেন।

রপ্তানিকারক প্রতিষ্ঠান বিএইচ ট্রেড ইন্টারন্যাশনাল জাজিরার মিরাশার কাঁচা বাজার থেকে লাউ, কাঁচা মরিচ ও কচুর একটি চালান সুইজারল্যান্ডে পাঠানোর আগ্রহ দেখিয়েছিল। সেই মোতাবেক জাজিরা উপজেলা কৃষি কর্মকর্তার কাছে থেকে ৬৫ কেজি কাঁচা মরিচ, ৬৫টি কচু ও ২০টি লাউ সংগ্রহ করেন।

৩ জানুয়ারী বিকেলে সবজিগুলো স্থানীয় ভাবে মোড়কজাত করে ঢাকার শ্যামপুরে অবস্থিত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সেন্ট্রাল প্যাকেজিং হাউসে পাঠানো হয়।

সেখানে পরীক্ষা করে রপ্তানি উপযোগী প্যাকেজিং করা হবে। এরপর উদ্ভিদ সঙ্গনিরোধ উইং থেকে সনদ দেয়ার পর আগামী কাল সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেয়া হবে। সন্ধ্যার ফ্লাইটে তা সুইজারল্যান্ডে পাঠানো হবে।

জাজিরার বিলাশপুর মুলাই বেপারী কান্দি গ্রামের কৃষক বেলায়েত হোসেন এক বিঘা জমিতে লাউ চাষ করেছেন। বেলায়েতের খেতে উৎপাদিত ১ কেজি আকারের লাউ সুইজারল্যান্ড পাঠানো হয়েছে।

এ ব্যাপারে বেলায়েত বলেন, “৩০ বছর ধরে লাউ আবাদ করি। কখনো লাভ করেছি আবার কখনো লোকসানে পড়েছি। কিন্তু আজ অন্য রকম ভালো লাগা কাজ করছে। আমার জমির লাউ ইউরোপের বাজারে পাঠানো হয়েছে। আমি আনন্দিত, অভিভূত।”

এ ব্যাপারে জাজিরা উপজেলা কৃষি কর্মকর্তা জামাল হোসেন বলেন, রপ্তানিকারকেরা যে পণ্যগুলো নিচ্ছেন বা নেবেন, স্থানীয় বাজারের চেয়ে ২০ শতাংশ বেশি দাম কৃষককে দেয়া হবে। এতে কৃষক লাভবান হবেন। ইউরোপে যে সবজির চাহিদা আছে, জাজিরায় তা উৎপাদন হয়। জাজিরার লাউ, জালি কুমড়া, চিচিঙ্গা, ঝিঙ্গা, ধুন্দুল, পটোল, মিষ্টিকুমড়া, কচু, কাঁচা মরিচ, শিম, পেঁপে, লতি, ঢেড়স, বরবটিসহ বিভিন্ন ধরনের শাক সবজি নেয়ার আগ্রহ দেখিয়ে চাহিদাপত্র দিয়েছে রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো।

এ ব্যাপারে শরীয়তপুরের জেলা প্রশাসক পারভেজ হাসান বলেন, পদ্মা সেতুর কারণে যোগাযোগ অনেক সহজ হয়েছে। এ অঞ্চলে অনেক সম্ভাবনা তৈরি হচ্ছে। জাজিরার সবজি ইউরোপে যাত্রার মধ্য দিয়ে আরেকটি সফলতা যুক্ত হলো। পুরো শরীয়তপুরের কৃষিপণ্য রপ্তানি করে কৃষকের মুখে হাসি ফোটাবেন তাঁরা। এ জন্য রপ্তানিযোগ্য ফসল উৎপাদনে কৃষককে কারিগরি প্রশিক্ষণ ও সহযোগিতা দেয়া হবে।

© Alright Reserved 2021, Hridoye Shariatpur