বুধবার ২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ সকাল ১০:১২

জাজিরায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উদ্বোধন

সেপ্টেম্বর ২৬, ২০২২            

শাওন বেপারী, জাজিরা প্রতিনিধিঃ

শরীয়তপুরের জাজিরায় উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের শুভ উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬-সেপ্টেম্বর) দুপুর ১টায় সময় জাজিরা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবন উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম মোজাম্মেল হক।

এসময় উপস্থিত বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানসহ স্থানীয় আওয়ামিলীগ নেতৃবৃন্দদের নিয়ে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, জাজিরা উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কামান্ডার মোহাম্মদ সামসুল হক খান, জাজিরা উপজেলা আওয়ামীলীগ সভাপতি মাষ্টার জিএম নুরুল হক এবং সাধারণ সম্পাদক আবু তালেব চৌকিদার।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোঃ কামরুল হাসান সোহেল জাজিরা পৌরসভার মেয়র মোঃ ইদ্রিস মাদবরসহ উপজেলার বীর মুক্তিযোদ্ধাগন।

উল্লেখ্যঃ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের পূর্ব নির্ধারিত শিডিউল অনুযায়ী গতকাল রবিবার সন্ধায় শরীয়তপুর সদরে এসে অবস্থান করেন। সোমবার দুপুরে শরীয়তপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে বেলা সারে বারোটায় জাজিরা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এসে ভবনের উদ্বোধন ও উপস্থিত মুক্তিযোদ্ধাদের সাথে সংক্ষিপ্ত মতবিনিময় শেষে বেলা একটায় ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন।

জানা যায়, উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের অধীনে প্রায় ২ কোটি ৩৫ লক্ষ ৮ হাজার ৮৮৪ টাকা ব্যয়ে জাজিরা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনটির বাস্তবায়ন হয় গত প্রায় এক বছর পূর্বে। যার আনুষ্ঠানিক চুক্তি মূল্য ছিলো ২ কোটি ৪ লক্ষ টাকা।

© Alright Reserved 2021, Hridoye Shariatpur