শনিবার ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ বিকাল ৪:০৭

বিলাশপুরে ইউপি মেম্বারের বাড়িতে সন্ত্রাশী হামলা ও ভাংচুর

মার্চ ২৭, ২০২২            

রাসেল বেপারী, জাজিরা :

জাজিরা উপজেলার বিলাশপুর ইউনিয়ন পরিষদের সদস্য হারুন খলিফার বাড়িতে হামলা ও ভাংচুর করা হয়েছে। রবিবার ২৭ মার্চ ইউনিয়নের দইমুদ্দিন খলিফার কান্দি গ্রামে সকাল ৬ টার সময় এই হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে।

জানা যায়, পূর্বের জমিশংক্রান্তজের ধরে কামাল খলিফা আল-আমিন খলিফা, রাজিব খলিফা, জামাল খলিফা, মোজাফফর খলিফা, রাসেল খলিফা ও তার লোকজন মিলে হারুন খলিফার বাড়িতে দেশীয় অস্রসস্র নিয়ে হামলা চালায় এবং বাড়ি ঘরে লুটপাট চালায়।

হারুন খলিফার পরিবারের দাবি তাদের ঘরে ঢুকে আলমারীতে ভাংচুর চালিয়ে নগদ ৫ লক্ষ টাকা ৫ ভরি স্বর্নঅলংকার  নিয়ে যায় এবং ঘরের আসবায়পত্র ভাংচুর চালায়। তাদের পরিবারকে প্রাননাশের হুমকি দেয় এবং তাদের জমির সদ্য তোলা ফসল নিয়ে যায়।

ভুক্তভোগী পরিবারের দাবি তাদের জমির সিমানর ভিতরে তারা ঘর তুলেছে কিন্তুু আল-আমিন খলিফা জোরপূর্বক জমি দাবি করে তাদের ঘর ভাংচুর করে এবং তাদের পরিবারের সকল সদস্যকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ ঘটনা কে কেন্দ্র করে ভুক্তভোগী হারুন খলিফা জাজিরা থানায় অভিযোগ দায়ের করেছেন।

 

জাজিরা থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান বলেন, ভুক্তভোগী থানায় একটা অভিযোগ দায়ের করেছে, মামলাটি রুজি করে বিষয়টি ক্ষতিয়ে দেখে তদন্ত করে যথাযথ ব্যাবস্থা নেওয়া হবে।

 

© Alright Reserved 2021, Hridoye Shariatpur