শাওন বেপারী, জাজিরা প্রতিনিধি,
সারা দেশের ন্যায়ে জাজিরাতে দুর্যোগ ঝুঁকি হ্রাসে সুশাসন, নিশ্চিত করবে টেকসই উন্নয়ন’ স্লোগানে আজ বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও উদযাপিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস। বৃহস্পতিবার ১০ মার্চ উপজেলা প্রশাসনের আয়োজনে একটি সচেতনতামুলক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান সোহেলের সবাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোবারেক আলী শিকদার, পৌরসভার মেয়র ইদ্রিস মাদবর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম নুরুল হক, সাধারণ সম্পাদক আবু তালেব চৌকিদার প্রমুখ।
এ সময়ে উপজেলা দুর্যোগ ব্যাবস্থপনা অফিস ও ফায়ার সার্ভিসের একদল প্রতিনিধি দুর্যোগকালীন সময় সাধারন মানুষের করনীয় কি, কিভাবে দূর্যোগমোকাবেলা করতে হবে
বাসা বাড়ীতে গ্যাস সিলিন্ডারে দ্রুত আগুন নেভানোর উপায় এবং ভূমিকম্পের সময় বহুতল ভবনে আটকে পরা মানুষ কে কিভাবে উদ্ধার করতে হবে বা তাদের করনীয় কি এ বিষয়ে সচেতনতামুলক একটি অনুষ্ঠান বা মহরা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান সোহেল সরকারের বিভিন্ন দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের কার্যক্রম সাধারন মানুষের মাঝে তুলে ধরেন