মঙ্গলবার ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ বিকাল ৪:১৫

জাজিরায় আওয়ামিলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জুন ২৩, ২০২৩            

সাগর মিয়া, জাজিরা প্রতিনিধিঃ

শরীয়তপুরের জাজিরায় বাংলাদেশ  আওয়ামীলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টায় জাজিরা বাজারে আওয়ামীলীগের কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষীকির আয়োজনের শুভ সূচনা করা হয়।

জাজিরা উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ- সভাপতি ও জাজিরা পৌরসভার সাবেক মেয়র ইউনুস ব্যাপারির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক এসএম আমিনুল ইসলাম রতন ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামিলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. আলমগীর হোসেন ,জাজিরা পৌরসভার সাবেক মেয়র আবুল খায়ের ফকির, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক  মোশাররফ ব্যাপারি, নড়িয়া কলেজের সাবেক ভিপি মাস্টার শাহ জাহান  কবির, সাত্তার ব্যাপারি, জাজিরা পৌরসভার কাউন্সিলর ইলিয়াস মাদবর, আলাউদ্দিন সরদার, যুবলীগ নেতা ছালেক মাদবর, জাজিরা উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক সালাম ফকির।

আরো উপস্থিত থেকে অনুষ্ঠানটি পরিচালনা করেন সাবেক জেলা পরিষদ সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাসির খান , উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হানিফ মাদবর , জাজিরা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক সাজেদুল হাসান সালাম সহ আওয়ামিলীগের  অঙ্গ সংগঠনের রাজনৈতিক নেতা কর্মীরা।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে আমিনুল ইসলাম রতন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে ও বাংলাদেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে, ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে, বাংলাদেশ আওয়ামিলীগকে আরো একবার ক্ষমতায় আনতে হবে। আর এই জন্য সকল বিভেদ ভেদ ,সহিংসতা ভুলে গিয়ে আওয়ামীলীগের হাতকে শক্তিশালী করে, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়তে শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে

ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

© Alright Reserved 2021, Hridoye Shariatpur