শনিবার ১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ সকাল ১১:০১

জাজিরায় অগ্নিকাণ্ডে ১৮টি ঘর পুড়ে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি

নভেম্বর ২১, ২০২২            

শাওন বেপারী,স্টাফ রিপোর্টারঃ

শরীয়তপুরের জাজিরা উপজেলার সেনেরচর ইউনিয়নের বালিয়া কান্দি গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১৮টি ঘর পূড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্নাঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। সোমবার (২১-নভেম্বর) বিকেলে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

পরে স্থানীয়রা জাজিরা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস এসে অন্তত ২ঘন্টার চেষ্টায় আগুন নিভাতে সক্ষম হয়। ততক্ষণে স্থানীয় ইউসুফ আলী মাদবর, তৈয়ব আলী মাদবর ও অলীল মাদবরসহ অন্তত ৭/৮জনের প্রায় ১৮ টি ঘর পূড়ে ভস্মীভূত হয়ে যায়।

জানা যায়, আগুনে পাঁচটি বসত ঘর, ছয়টি রান্নাঘর, পাঁচটি গরুর ঘর ও দুইটি পাটের গুদামসহ মোট ১৮টি ঘর পূড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে। এছাড়াও উক্ত অগ্নিকাণ্ডের ঘটনায় একজন ব্যাক্তি ও দুইটি ছাগল আহত হয়েছে জানা যায়।

জাজিরা ফায়ার সার্ভিসের স্টেশন মাষ্টার এনামুল হক সুমন জানান, আমরা খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে আমরা প্রায় ৫০লক্ষ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছি। তবে ক্ষয়ক্ষতির পরিমান এখনও জানা সম্ভব হয়নি।

© Alright Reserved 2021, Hridoye Shariatpur