মঙ্গলবার ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ সকাল ১০:৩০

জাজিরার চাঞ্চল্যকর লিটন বেপারী হত্যা মামলায় ১১জনের যাবজ্জীবন কারাদণ্ড

সেপ্টেম্বর ১২, ২০২৩            

হৃদয়ে শরীয়তপুর ডেক্সঃ

শরীয়তপুরে চাঞ্চল্যকর লিটন বেপারী হত্যা মামলায় ১১ আসামীর যাবজ্জীবন কারাদণ্ড ও দুই আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে আদালত। মঙ্গলবার বেলা ৩ টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ তারিক এজাজ এ রায় দেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে ৭ জন আদালতে উপস্থিত ছিলেন, বাকি ৫ আসামি পলাতক রয়েছে।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন, এসকেন্দার মোল্লা, মজিবর মাদবর, আওলাদ মাদবর, সুজন মাদবর, আল আমিন মাদবর, মকবুল মাদবর, মোকাদ্দেছ মোল্লা, জলিল খা, কোব্বাস মাদবর, রবিউল্লাহ মাদবর ও চানমিয়া মাদবর। এছাড়া নুরুল আমিন খাকে তিন বছর এবং মনির মোল্লাকে এক বছরের কারাদণ্ড দেন বিচারক।

এদের মধ্যে এসকেন্দার মোল্লা, চানমিয়া মাদবর, মকবুল মাদবর, আল-আমিন মাদবর, জলিল খা ও এক বছর সাজাপ্রাপ্ত মনির মোল্যা পলাতক রয়েছে।

রায় ঘোষণার সময় বাকিরা আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে ২০১০ সালের ৯ মার্চ জাজিরা উপজেলার রাড়ীপাড়া এলাকার লিটন ব্যাপারীকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন প্রতিপক্ষ। ঘটনার তিন দিন পর লিটন ব্যাপারী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এই ঘটনায় লিটনের ভাই মতিউর রহমান জাজিরা থানায় ৩৩ জনকে আসামি করে মামলা করেন। মামলার তদন্ত শেষে পুলিশ আরও দুইজনসহ মোট ৩৫ জনকে আসামি করে আদালতে চার্জশিট দেয়। আদালত দীর্ঘ সাক্ষ্য-প্রমাণের ওপর ভিত্তি করে ৩৫ জনের মধ্যে ১১ জনকে যাবজ্জীবন ও দুইজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। এছাড়া অভিযোগ প্রমাণ না হওয়ায় বাকি আসামিদের খালাস দেওয়া হয়
মামলার বাদী মতিউর রহমান বলেন, আমার ভাইকে আসামিরা প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে। ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এই রায়ে প্রাথমিকভাবে আমরা সন্তুষ্ট। তবে এদের মধ্যে দুই চারজনকে ফাঁসি দিলে ভালো লাগতো। আমাদের একটাই দাবি, উচ্চ আদালতে যেন এই রায় বহাল থাকে।


আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, আদালতের এই রায়ে আমরা সন্তুষ্ট হতে পারিনি। আমরা উচ্চ আদালতে আপিল করব।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মির্জা হযরত আলী বলেন, দীর্ঘ ১৩ বছর পর আজ আলোচিত লিটন ব্যাপারী হত্যা মামলার রায় দিয়েছেন আদালত। এই রায়ে আমরা রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করছি। যদি আসামিপক্ষ উচ্চ আদালতে যায়, তাহলে আমরা আদালতের মাধ্যমে তার জবাব দেবো।

© Alright Reserved 2021, Hridoye Shariatpur