হৃদয়ে শরীয়তপুর ডেক্সঃ
শরীয়তপুরের জাজিরা উপজেলায় বীর মুক্তিযোদ্ধার সন্তান আলমগীর চৌকিদারের উপর সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ ও সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জানিয়েছেন মুক্তিযুদ্ধার সন্তানেরা। রোববার (২৪) সেপ্টেম্বর সকাল সাড়ে ১০ টায় জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে মানববন্ধন করে তারা এ দাবি জানান। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জাজিরা উপজেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জাজিরা উপজেলা শাখার সভাপতি মাসুদ সরদার, সাধারণ সম্পাদক ফরহাদুর রহমান রতন মাদবর, মুক্তিযোদ্ধা সন্তান সাখাওয়াত হোসেন মধু, মামুন পঞ্চায়েত, কিবরিয়া শেখ, সাজ্জাদ মাহমুদ সৈকত ও হামলার শিকার আলমগীর চৌকিদারের ভাই সুমন চৌকিদার। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশকে যারা যুদ্ধ করে স্বাধীন করেছেন সেই বীর মুক্তিযোদ্ধার সন্তানকে স্বাধীন দেশে রাতের আঁধারে সন্ত্রাসী হামলার শিকার হতে হয় এর চেয়ে আর দুঃখের, কষ্টের কিছু হতে পারেনা। আমরা এই সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। যতোদিন পর্যন্ত এই সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করা হবে ততোদিনে মুক্তিযোদ্ধার সন্তানরা রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে।
স্থানীয় রাজনীতিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র গত ১৬ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার সময় জাজিরা উপজেলার মুলনা ইউনিয়নের কাউয়াদী চেয়ারম্যান জলিল মাদবরের ক্লাবের সামনে মোল্যা মার্কেটে সন্ত্রাসী হামলার শিকার হন কাউয়াদরী গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ চৌকিদারের ছেলে লাউখোলা বাজারের ব্যবসায়ী ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আলমগীর চৌকিদার (৫০)। হামলাকারীরা আলমগীর চৌকিদারকে কুপিয়ে গুরুতর জখম করে। তাকে উদ্ধার করে জাজিরা উপজেলা হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
এ ঘটনায় আলমগীর চৌকিদারের বাবা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ চৌকিদার বাদী হয়ে মুলনা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল জলিল মাদবরকে প্রধান করে ৬০ জনকে আসামী করে জাজিরা থানায় একটি মামলা দায়ের করেন।
অভিযোগ রয়েছে, ঘটনার ৮ দিন পার হলেও হামলাকারী কোন আসামি এখনো গ্রেফতার হয়নি। আসামি জলিল মাদবর ও তার সহযোগীরা এলাকায় ঘোরাফেরা করছে এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ চৌকিদারের সদস্যদের হুমকি দিচ্ছে। তার পরিবারের সকল সদস্যদের জীবন হুমকির মুখে।