হৃদয়ে শরীয়তপুর ডেক্সঃ
শরীয়তপুরের জাজিরা উপজেলার পালেরচর বাজার সংলগ্ন, পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩জনকে আটক করেছে নৌ পুলিশ। শুক্রবার ৪আগস্ট রাতে নদীর পালেরচর ইউনিয়ন থেকে তাদের আটক করে। এ সময় একটি ড্রেজার ও বাল্কহেড জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, জাজিরা উপজেলার কিনাই সিকদার কান্দির, দানের শিকদারের ছেলে ফোরহাদ শিকদার (৩২), জাজিরা উপজেলার ঢ়াড়ীকান্দির রাজ্জাক ঢ়াড়ীর ছেলে মো. শাহাবুদ্দিন ঢ়াড়ি (২৮), বরগুনার মোমসিপাড়া এলাকার হারুন হাওলাদারের ছেলে মো. রফিক (২২)। আটককৃতদের বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এ মামলা দায়ের করে, আদালতে প্রেরণ করা হয়।
জানাযায়, ৪ আগস্ট (শুক্রবার) মাঝিরঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রাসেল মিয়ার নেতৃত্বে, পদ্মা নদীতে রাত্রিকালীন নৌ টহল ডিউটি ও অবৈধ ডেজার বাল্কহেডের বিরুদ্ধে অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, পালেরচর বাজারের উত্তর পাশে পদ্মা নদী থেকে কতিপয় ব্যক্তিরা ড্রেজার দ্বারা অবৈধভাবে পদ্মা নদী থেকে বাল্কহেডে বালু উত্তোলন করছেন। এসময় অভিযান অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
মাঝির ঘাট নৌ পুলিশ ইনচার্জ মো. রাসেল মিয়া বলেন, আমরা রাত্রিকালীন টহলরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি। পালেরচর বাজার সংলগ্ন পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছে। তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করি এবং তিন জনকে আটক করি। বালু উত্তোলন কাজে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন ও বাল্কহেড জব্দ করা হয়। নৌ-পুলিশ বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।