রবিবার ১১ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ রাত ৩:৩৪

জাজিরায় দুই গ্রুপের সংঘর্ষে আহত ৭, ৫ শতাধিক হাতবোমা বিস্ফোরণ

জানুয়ারি ২৩, ২০২৩            

শাওন বেপারী, স্টাফ রিপোর্টার।

শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ৭জন আহত হয়েছে। আহত ৭ জনকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ১ জনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়, ২ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়, আর ৪ জনকে ভর্তি রাখা হয়,

সোমবার (২৩ জানুয়ারি) মধ্যরাত থেকে সকাল অব্দি জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের কাজিয়ার চর এলাকা ও ডুবাডাঙ্গা বাজার হইতে মারামারির ঘটনা ঘটে। মারামারি চলাকালে দুই গ্রুপের লোকজনে প্রায় ৪-৫ শতাধিক হাতবোমা বিস্ফোরণ ঘটায়, এই ঘটনার বিশেষ অভিযান চালিয়ে জাজিরা থানা পুলিশ ৫ জনকে গ্রেফতার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিলাসপুরের বর্তমান চেয়ারম্যান কুদ্দুস বেপারী ও জলিল মাদবর গ্রুপের সাথে বিরত চলে আসছিল। সোমবার মধ্যরাত থেকে সকল অদ্বি জলিল মাদবরের গ্রুপের লোকজন দুবাডাঙ্গা বাজারে পৌঁছলে কুদ্দুস বেপারীর লোকজন ককটেল ও দেশীয় অস্ত্র সহ তাদের হামলা করে, পূর্ব প্রস্তুতি থাকায় জলিল মাদবর গ্রুপের লোকজন ও পাল্টা হামলা চালায় কুদ্দুস বেপারীর লোকজনের ওপর।

জাজিরা থানা পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ১৯ রাউন্ড ফাঁকা গুলি ছুরে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। জাজিরা থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান, জানান এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এছাড়া যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, এড়াতে এলাকাটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়ে

© Alright Reserved 2021, Hridoye Shariatpur