শাওন বেপারী, স্টাফ রিপটারঃ
‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায় উন্নয়ন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুর জাজিরা উপজেলা সমবায় দপ্তর কর্তৃক আয়োজিত ৫১ তম জাতীয় সমবায় দিবস-২২ অনুষ্ঠানটি পালিত হয়েছে। শনিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে নয়টার সময় জাজিরা উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি উদ্বোধন করা হয়।
এরপর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা এর সভাপতিত্বে, উপজেলা সমবায় কর্মকর্তা মো. রুহুল আমিন এর স্বাগত বক্তব্যর মধ্য দিয়ে সমবায় সম্পর্কিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময়ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবু তালেব চৌকিদার, সরকারি জাজিরা মোহর আলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম মতিউর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, যুব একতা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি ও ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম, উপজেলার সরকারি দপ্তরের দপ্তর প্রধান, শিক্ষক ও সুশীল সমাজের ব্যক্তিগণ সহ অন্যান্যরা। এছাড়াও উপজেলা সমবায় দপ্তর থেকে বৃক্ষ চারা বিতরণ করা হয়।