শাওন বেপারী,স্টাফ রিপোর্টারঃ
শরীয়তপুর জাজিরা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আব্দুল গনি উচ্চ বিদ্যালয়ের বিদায়ী শিক্ষক ও মরণোত্তর শিক্ষকদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ – মে) সকাল ১০ টার সময় বিদ্যালয় চত্বরে, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ, শিক্ষকমন্ডলী, ম্যানেজিং কমিটি ও ছাত্র-ছাত্রীদের আয়োজনে উক্ত বিদায়ী সংবর্ধনা ও মরণোত্তর সম্মাননা প্রদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
মরণোত্তর সম্মাননা প্রাপ্ত শিক্ষকরা হলেন, মরহুম শামস উদ্দিন আহম্মেদ, মরহুম মৌলভী আলী আকবর, মরহুম আব্দুল মজিদ মিয়া, মরহুম পিয়ারা আক্তার।
বিদায়ী শিক্ষকরা হলেন, মো. আবুল বাশার মিয়া (বাংলা শিক্ষক), মো. শাহজাহান মিয়া (ব্যবসায় শিক্ষা), কে.এম বেলায়েত হোসেন (কৃষি শিক্ষা) ও মো. মোজাম্মেল হক আকন্দ (ব্যবসায় শিক্ষা)।
এসময় উপস্থিত ছিলেন, আবদুল গনি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও অনুষ্ঠানের সভাপতি জনাব মতিউর রহমান দড়ি,অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোতালেব হোসেন ও পালেরচর ইউপি চেয়ারম্যান আবুল হোসেন ফরাজি সহ অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী ও বর্তমান ছাত্র-ছাত্রী বৃন্দ।