শনিবার ১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ সকাল ৯:৫১

জমে উঠেছে নশাসন ইউনিয়ন পরিষদ নির্বাচন, আলোচনায় দেলোয়ার হোসেন তালুকদার

ডিসেম্বর ২৭, ২০২১            

হৃদয়ে শরীয়তপুর ডেক্স:

নড়িয়া উপজেলায় নশাসন ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে। নির্বাচন ঘিরে শেষ সময়ে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। পোস্টার, ব্যানারে ছেয়ে গেছে ইউনিয়নের অলিগলি।নপ্রার্থীরা সকাল থেকে রাত পর্যন্ত ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। মিছিল-মিটিং, পথসভা, উঠান বৈঠকে গণসংযোগ চলছে। ইউনিয়নের হাট-বাজার, চার দোকানে চলছে নির্বাচনি আলাপ-আলোচনা। চেয়ারম্যান প্রার্থীদের সঙ্গে পাল্লা দিয়ে সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরাও রাত-দিন ভোটারদের বাড়ি বাড়ি ঘুরে ভোট প্রার্থনা করছেন। এই ইউনিয়নে ৪ জন চেয়ারম্যান প্রার্থী ভোটের মাঠে রয়েছেন এর মধ্যে সাবেক চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন তালুকদার মোটরসাইকেল প্রতীক নিয়ে জনগণের পছন্দের তালিকায় এগিয়ে , পাশাপাশি মোঃ ফখরুল ইসলাম মুরাদ মাঝী (ঘোড়া), বাবুল হোসেন মোল্লা,(চশমা), দবির হোসেন চোকদার, (আনারস) প্রতীক নিয়ে দাবিয়ে বেড়াচ্ছেন ৯ টি ওয়ার্ড। সবার আশা ভোট যুদ্ধে তারই জিত হবে। তবে সাধারণ ভোটাররা ভোট দেওয়ার ব্যাপারে কোনো প্রার্থীকে নিরাশ করছেন না। নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে, ততই প্রার্থীরা ভোটারদের কাছে গিয়ে তাদের আদর্শের বয়ানসহ ইউনিয়নে উন্নয়নের প্রতিশ্রুতি ব্যক্ত করছেন।

সরজমিনে দেখা গেছে, চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য প্রার্থীরা অটোরিকশা, ইজিবাইক, রিকশায় মাইক বেঁধে নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন। দলীয় প্রার্থী না থাকায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা নির্বাচনি প্রচারণায় ব্যস্ত সময় পার করছে।

আনোয়ার নামে এক ভোটার জানান, ভোট আসলে প্রার্থীদের আনাগোনার কমতি থাকে না। ভোট শেষ হলেই তাদের দেখা পাওয়া যায় না। প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত হয়ে সেই মোতাবেক কাজ করে না বরং নির্বাচনের পর সব ভুলে যায় প্রার্থীরা।

নশাসন ইউনিয়নে ৯টি কেন্দ্র, ৭ হাজার ৪ শত ৪৬ জন ভোটার রয়েছে।

© Alright Reserved 2021, Hridoye Shariatpur