শনিবার ৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:১১

জমি নিয়ে বিরোধের জেরে জাজিরায় একই পরিবারের ৪জনকে কুপিয়ে জখম

মে ২৬, ২০২৩            

সাগর মিয়া,জাজিরা প্রতিনিধিঃ

শরীয়তপুরের জাজিরা উপজেলার পালেরচর ইউনিয়নে জমি নিয়ে বিরোধের জের ধরে একই পরিবারের ৪জনকে কুপিয়ে জখম করা হয়েছে। আহতদের উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২৫মে) সন্ধ্যা  প্রায় ৭ টার সময় উপজেলার পালেরচর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মোল্লা কান্দি গ্রামে  এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, পালেরচর ইউনিয়নের মোল্লা কান্দি গ্রামের বাসিন্দা ইদ্রিস বেপারী(৫০), তার স্ত্রী রাশিদা বেগম(৪৫) এবং তার দুই সন্তান রিয়ান (১৮) ও ফাতেমা আক্তার (১৫)।

এ ঘটনায় ইদ্রিস বেপারী বাদী হয়ে জাজিরা থানায় ৭জনের নাম উল্লেখ করে ৫/৭ জনকে অজ্ঞাতসহ আসামী জাজিরা থানায় মামলা দায়ের করেন।

মামলায় আসামীরা হলেন, সিদ্দিক বেপারী(৫৫), তার তিন ছেলে ও এক মেয়ে, রফিক বেপারী(২৫), কালু বেপারী(২০), রুহুল আমিন বেপারী(৩০), লাকী আক্তার(২২)। এছাড়াও সিদ্দিক বেপারীর স্ত্রী পিয়ারা বেগম(৫০) এবং মোস্তফা বেপারী(৩৮)।

জানা যায়,ইদ্রিস বেপারী ও তার বড় ভাই সিদ্দিক বেপারীর সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। তারই জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় সিদ্দিক বেপারী ও তার পরিবারের লোকজন নিয়ে ইদ্রিস বেপারী ও তার পরিবারের উপর হামলা চালায়। এতে ইদ্রিস বেপারী ও তার স্ত্রী সন্তান সহ চারজন গুরুতর আহত হয়।

ইদ্রিস বেপারী বলেন,  আমার ভাইয়ের সাথে আমার জমি নিয়ে ঝামেলা চলে আসছিলো। সে চাইলে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা তা সমাধান করে দিতে পারতো।কিন্তু সে কোনো বিচার শালিসিতে আসতে চায় নি। গতকাল সন্ধ্যায় আমার ভাই তার পরিবারের লোকজন নিয়ে আমি সহ আমার স্ত্রী সন্তানের উপর আকস্মিক হামলা চালায়। প্রশাসনের কাছে আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।

জাজিরা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, আমাদের কাছে অভিযোগের প্রেক্ষিতে মামলা রুজু করা হয়েছে ।  তদন্ত সাপেক্ষে দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

© Alright Reserved 2021, Hridoye Shariatpur