হৃদয়ে শরীয়তপুর ডেস্কঃ
শরীয়তপুর সদর উপজেলার গ্রামচিকন্দী মুন্সী বাড়ী মসজিদ-ই-উম্মে কুলসুম পরিচালনা কমিটির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ করা হয়েছে। শুক্রবার ৩০ সেপ্টেম্বর সকাল থেকে বিকাল পর্যন্ত চিকন্দী ইউনিয়নের দক্ষিণ কেবল নগর নিবাসী মরহুম খলিলুর রহমান মুন্সীর বাড়ীর সম্মুখে, এই ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়।
উক্ত স্বাস্থ্য সেবা কেন্দ্রে গণপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের বিসিএস ক্যাডার অভিজ্ঞ ডাক্তারদের মধ্যে উপস্থিত ছিলেন শরীয়তপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ তানভীরুল ইসলাম, ডাঃ আবু বকর সিদ্দিক, ডাঃ লিমিয়া সাদিনা, ডাঃ কাওছার আহম্মেদ।
ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর ইসলামিক ফাউন্ডেশন উপ-পরিচালক আবদুর রাজ্জাক রনি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ মতিউর রহমান, চিকন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাকিম মাদবর প্রমুখ।