মঙ্গলবার ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ বিকাল ৩:২৪

চরপালং বখাটের হামলায় আহত, সেই তরুণীর মৃত্যু

মার্চ ২০, ২০২২            

হৃদয়ে শরীয়তপুর ডেক্স:

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ার শরীয়তপুর সদর উপজেলার চরপালং এলাকায় কাকলি আক্তার (১৮) নামে এক তরুণীকে গত বৃহস্পতিবার রাতে কুপিয়ে জখম করা হয়েছিলো। রবিবার ভোর সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে কাকলির মৃত্যু হয়। নিহতের পরিবারের অভিযোগ, বিয়ে প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে বখাটে জাহিদুল ইসলাম (২২) নামে এক তরুণ এ হামলার ঘটনা ঘটিয়েছে।

নিহত কাকলির বড় ভাই ফারুক মাদবর বলেন, ‘আজকে আমার বইনের গায়েহলুদ, কালকে বিয়ার কথা ছিল। বইনে আইলো লাশ হইয়া। জাহিদুল আমার বইনেরে সব সময় বিরক্ত করত। তাই আমরা অল্প বয়সে অরে বিয়া দিতে চাইছিলাম। তা-ও পারলাম না খুনি জাহিদুলের লাইগা। আমাগো মতো জানি কারো পরিবারে এমন ঘটনা না ঘটে তাই এই খুনির বিচার চাই।

পালং মডেল থানার অফিসার ইনচার্জ  মো. আক্তার হোসেন বলেন, ওই হামলার ঘটনায় কাকলির ভাই ফারুক মাদবর একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। কাকলি মারা যাওয়ায় ওই মামলাটি এখন হত্যা মামলায় পরিণত হবে। আর হত্যাকারী যেহেতু চিকিৎসাধীন, সে যেন পালিয়ে যেতে না পারে, তাই তাকে পুলিশি পাহারার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

© Alright Reserved 2021, Hridoye Shariatpur