রবিবার ১১ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ রাত ৪:০০

ঘূর্ণিঝড় সিত্রাং: সাড়ে ৪ হাজার মোবাইল টাওয়ার অচল

অক্টোবর ২৫, ২০২২            

হৃদয়ে শরীয়তপুর ডেস্কঃ

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সোমবার তছনছ হয়ে গেছে উপদ্রুত এলাকার মোবাইল নেটওয়ার্ক। ঝড়ে মোট ৪ হাজার ৫৬৩টি মোবাইল টাওয়ার অচল হয়ে পড়ে। সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৬৮৪টি টাওয়ার সচল করতে সক্ষম হয় অপারেটররা।

টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসি আজ মঙ্গলবার২৫ অক্টোবর সকালে এ তথ্য জানিয়েছে। অচল টাওয়ারে মধ্যে গ্রামীণফোনের ১ হাজার ৬৮৩টি, রবির ১ হাজার ৩৬৩টি, বাংলালিংকের ১ হাজার ৭৫টি এবং রাষ্ট্রায়ত্ব টেলিটকের ৪৩৮টি রয়েছে।

অচল টাওয়ারের মধ্যে গ্রামীণ ফোনের ৫৩৪টি, রবি ৮০টি, বাংলালিংক ২টি এবং টেলিটক ৬৮টি সাইট সোমবার সন্ধ্যায় চালু করা হয়।

© Alright Reserved 2021, Hridoye Shariatpur