গোসাইরহাট প্রতিনিধিঃ
৪৯তম বাংলাদেশ জাতীয় গ্রীষ্মকালীন খেলাধুলায় ৫ টি ইভেন্টে ইদিলপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়েছেন। (১০ সেপ্টেম্বর) শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার ইদিলপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা পর্যায়ে ৪৯ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন খেলাধুলায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) সুজন দাশগুপ্ত।
অত্র ইভেন্টে ইদিলপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় বালক ফুটবলে গরিবের চর মাধ্যমিক বিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে সরকারি ইদিলপুর পাইলট উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছেন। এছাড়াও হ্যান্ডবল,কাবাডি,ফুটবল চ্যাম্পিয়ন হয়, এবং বালিকা হ্যান্ডবল ও কাবাডি চ্যাম্পিয়ন হয়, মোট ৫টি ইভেন্টে ইদিলপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের চ্যাম্পিয়নরা পুরস্কার গ্রহণ করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন গোসাইরহাট থানা অফিসার ইনচার্জ আসলাম সিকদার, শেখ মোঃ আবুল খায়ের ভাইস চেয়ারম্যান গোসারহাট উপজেলা পরিষদ ও মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম। মোঃআশরাফুল ইসলাম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার,শেখ কালাম এবং ইদিলপুর সরকারি উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক এমদাত হোসেন, বিভিন্ন ইউনিয়নের স্কুল মাদ্রাসার সহকারী শিক্ষক বৃন্দ। এরপরে উপস্থিত অতিথিবৃন্দদের মধ্যে সৌজন্যমূলক ক্রেস্ট প্রদান করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার।