হৃদয়ে শরীয়তপুর ডেক্সঃ
শরীয়তপুর-২(নড়িয়া-সখিপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডা. খালেদ শওকত আলী বলেছেন,
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে কমিউনিটি ক্লিনিক এর মাধ্যমে গ্রাম পর্যায়ে মানুষের মাঝে বিনামূল্যের স্বাস্থ্য সেবা পৌঁছে দিয়েছেন। প্রতিটা ইউনিয়নে বিশেষজ্ঞ চিকিৎসকের ব্যবস্থা করেছেন। আজ দূর-দূরান্ত থেকে অসহায় রোগীদের কষ্ট করে জেলা শহরে আসতে হয় না শেখ হাসিনার বদলাতে তাদের বাড়ির পাশেই রয়েছে চিকিৎসার ব্যবস্থা। বুধবার ১৩ সেপ্টেম্বর বিকাল ৫টায় নড়িয়া বৈশাখী পাড়ায় মাজেদা স্পেশালাইজড হসপিটালের আয়োজনে প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার স্বাস্থ্য খাতে উন্নয়ন ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার খালেদ শওকত আলী এ কথা বলেন। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই আজ বিধবারা ভাতা পায়, গর্ভবতী মায়েরা ভাতা পায়, দেশের মানুষ বিনামূল্যে স্বাস্থ্য সেবা পায়, শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধারা সম্মানী পায় এবং দেশের উন্নয়ন হয়। আর বিএনপি ক্ষমতায় আসলে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়, সন্ত্রাসের রাজত্ব কায়েম করে, মানুষ শান্তিতে ঘুমাতে পারে না। তাই আগামী নির্বাচনে উন্নয়নের স্বার্থে, ইস্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন নড়িয়া উন্নয়ন সমিতি নেশার নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা মাজেদা শওকত আলী, নড়িয়া উপজেলা পরিষদের সাবেক ভাই চেয়ারম্যান বি এম মনির হোসেন, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য ভুমখাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন বাবুল ঢালি, নড়িয়া পৌরসভা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আল আমিন হামজা, মুক্তারের চর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম ঢালী, নড়িয়া পৌরসভা ১নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইসমাইল ঢালি, পৌরসভা আওয়ামী লীগ নেতা ফারুক হোসেন, চরভাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মাস্টার মতিউর রহমান, নড়িয়া পৌরসভা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলেয়া বেগম, পৌরসভার সাবেক কাউন্সিলর উজ্জ্বল বন্দুকছি জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ কাইয়ুম আহমেদ, নড়িয়া উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক কামাল মৃধা প্রমুখ।