শনিবার ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ বিকাল ৩:১১

গোসারহাটে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়সভা

সেপ্টেম্বর ৯, ২০২২            

গোসাইরহাট প্রতিনিধিঃ

শরীয়তপুরের গোসারহাটে নবাগত পুলিশ সুপার মোঃ সাইফুল হক’র মতবিনিময় সভা অনুষ্ঠিত। শুক্রবার (০৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় গোসাইরহাট থানার সভাকক্ষে উক্ত মতবিনিময় সভার আয়োজন করা হয়।

চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, বিভিন্ন মসজিদের ইমাম, মাদ্রাসা,  স্কুল, কলেজের শিক্ষক, হিন্দু সম্প্রদায়ের পূজা উদযাপন কমিটির আয়োজক ও সদস্যবৃন্দের সাথে এই মতবিনিময় সভা করা হয়। আসন্ন শারদীয় দুর্গোৎসব, মাদক,  জুয়া,  ইভটিজিং সহ গোসাইরহাট থানা আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন পুলিশ সুপারসহ অন্যান্য বক্তারা।

এসময় উপস্থিত ছিলেন  গোসাইরহাট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ, সরকারী শামসুর রহমান কলেজের অধ্যক্ষ ফজলুল হক,গোসাইরহাট থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম সিকদার, গোসাইরহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোঃ আবুল খায়ের, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম,  উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেওয়ান মোহাম্মদ শাহজাহান, পৌর আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান মিন্টু বেপারী, উপজেলা ছাত্রলীগের সভাপতি দেওয়ান আজমল হোসেন নয়ন, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দসহ বিভিন্ন শ্রেনী-পেশার জনসাধারণ, সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

 

© Alright Reserved 2021, Hridoye Shariatpur