সাহেদ আহম্মেদ বাবু, গোসাইরহাট:
গোসাইরহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১০ মার্চ সকাল ১০ টায় গোসাইরহাট উপজেলায় প্রশাসনের আয়োজনে এই জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন করা হয়। র্যালী শেষে উপজেলা সভাকক্ষে গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন গোসাইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান ঢালী, উপজেলা সহকারী কমিশনার ভুমি সুজন দাশ গুপ্ত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোঃ আবুল খায়ের, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাহমিনা আক্তার চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ইকবাল আহমেদ বাচ্চু ছৈয়াল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাজাহান সিকদার, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) দেওয়ান মোঃ শাহজাহান, গোসাইরহাট থানা ওসি তদন্ত আবু বকর, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাহাব উদ্দিন, উপজেলা মৎস কর্মকর্তা হাসিবুল হক, কোদালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান সরদার, নাগেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল খান, উপজেলা যুবলীগের সভাপতি নুরুজ্জামান মৃধা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো: টিপু সুলতান প্রমুখ।
এসময় উপস্থিত বক্তারা সরকারের সকল প্রাকৃতিক দুর্যোগের আগাম প্রস্ততি রয়েছে তাই সতর্কতার সাথে এর মোকাবেলা করা এবং পরিকল্পনা ও প্রতিকারের বিষয় নানান দিক তুলে ধরে বলেন।