মোঃ সাহেদ আহমেদ,গোসাইরহাট:
শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার দাশের জঙ্গল বাজারে খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে প্রতি লিটার ২০০ টাকা। বর্তমানে বোতলের সয়াবিনের চেয়ে খোলা সয়াবিন তেলের দাম বেশি। সেকারণে ডিলার পয়েন্টে মজুত থাকা সয়াবিন তেলের বোতল কেটে ড্রামে দেওয়া হচ্ছে। আর সেই খোলা তেল বিক্রি হচ্ছে লিটার প্রতি ২০০টাকা। ঈদকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে এই তেলের দাম বাড়িয়েছে বলে অভিযোগে পাইকারি ও খুচরা দোকানির৷ বাড়ি ও গোডাউনে অভিযান চালায় গোসাইরহাট উপজেলা প্রশাসন৷
একজন খুচরা তেল বিক্রেতা গোপাল ঘোস বলেন, ডিলার রা আমাদের কাছে বেশি দামে সয়াবিন তেল বিক্রি করছে। আবার পরিমাণ মতো সয়াবিন তেল দিচ্ছে না। একইভাবে খুচরা বিক্রেতারাও বেশি দামে সয়াবিন তেল বিক্রি করছেন। আবার তেল কিনতে গেলোও তার সাথে বাধ্য করে আঁটা, চা পাতা, ও সরিষার তেল কিনতে হবে৷
এ সময় ভোক্তারা অভিযোগ করেন, খোলা তেল বিক্রি হচ্ছে ২০০ টাকা লিটার। আর বোতলের সয়াবিন ১৬০ টাকা। খোলা সয়াবিন পাইকারিতে কেনা পড়ছে ১৮৪ টাকা লিটার, আর বোতলের তেল প্রতিলিটার ১৫০ টাকা।
এসময় দুইটি গোডাউন থেকে ১৬০ কাটুন সয়াবিন তেল উদ্ধার করে ভ্রাম্যমাণ আদালত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও গোসাইরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুজন দাশ গুপ্ত৷ অভিযানকালে সহযোগিতা করেন গোসাইরহাট থানার পুলিশ ও আনসার বাহীনি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুজন দাশ গুপ্ত উপস্থিত থেকে গোডাউন থেকে তেল ভোক্তাদের মাঝে ১৬০ টাকা লিটার বিক্রি করিয়েছেন দোকানদারকে ও ডিলারের কাছ থেকে৷