মঙ্গলবার ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ সকাল ৯:৪৩

গোসাইরহাট পৌরসভায় প্যানেল মেয়র হলেন নুরুল আমিন রাড়ী

আগস্ট ৩১, ২০২৩            

গোসাইরহাট প্রতিনিধিঃ
শরীয়তপুর গোসাইরহাট পৌরসভার তিনজন কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্যানেল মেয়র নির্বাচিত হয়েছেন। তারা হলেন প্যানেল মেয়র ১- নুরুল আমিন রাড়ী (৭ নং ওয়ার্ড কাউন্সিলর), প্যানেল মেয়র ২- আলি আকবর সরদার ( ৩ নং ওয়ার্ড কাউন্সিলর) ওয়ার্ড সংরক্ষিত নারী কাউন্সিলর) ও  প্যানেল মেয়র ৩- তাহমিনা আক্তার (৪,৫ ও ৬ নং ওয়ার্ড সংরক্ষিত নারী কাউন্সিলর)।

(৩০-আগস্ট) বুধবার গোসাইরহাট পৌরসভার মেয়র আবদুল আউয়াল প্যানেল মেয়র নির্বাচিত করার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন মেয়রের অনুপস্থিতিতে এই তিন জন প্যানেল মেয়র থেকে একজন ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করবেন।

জানা গেছে  গোসাইরহাট পৌরসভার তিন জন প্যানেল মেয়র নির্বাচিত করার জন্য গত মাসে পৌরসভা কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। কিন্তু ওই সভায় প্যানেল মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতায় করার জন্য একাধিক প্রার্থী না থাকায় আজ ৩০ আগস্ট বুধবাবার পৌরসভায় কার্যালয়ে আয়োজিত এক সভায় জনপ্রতিনিধিদের সর্বসম্মতিক্রমে তিনজন প্যানেল মেয়র নির্বাচিত করা হয়।

উল্লেখ্য, চলতি বছরের ১৭ জুলাই গোসাইরহাটে প্রথম পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে নারিকেল গাছ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবদুল আউয়াল সরদার প্রথম বারের মেয়র নির্বাচিত হন। এছাড়াও নির্বাচনে পৌরসভার ৯ ওয়ার্ড ৯ জন কাউন্সিলর ও সংরক্ষিত ৩ ওয়ার্ড থেকে ৩ জন নারী কাউন্সিলর নির্বাচিত হন।

© Alright Reserved 2021, Hridoye Shariatpur