হৃদয়ে শরীয়তপুর ডেক্স:
গোসাইরহাট দাশের জঙ্গল বাজারে ফুটপাতের বিভিন্ন দোকানপাট যানজট সৃষ্টিকারী প্রত্যেকটি অলি গলিতে দোকানের মালামাল এবং তার বা দড়ি দিয়ে ছাপড়া টানানো স্থায়ীভাবে বসানো ফুটপাত দখলমুক্ত করেছেন উপজেলা প্রশাসন। বুধবার দাশের জঙ্গল বাজারে অভিযান চালিয়ে ফুটপাত দখলমুক্ত করেন গোসাইরহাট উপজেলা সহকারী কমিশনার ভূমি সুজন দাশগুপ্ত।
এ সময় তিনি রাস্তার দুপাশের ফুপাত মুক্ত করে পথচারী ও যানবাহন নির্বিঘ্নে চলাচলের জন্য এসব অপসারণের নির্দেশ করেন এবং সুন্দর সুশৃংখল পরিচ্ছন্ন ভাবে বাজারের শৃঙ্খলা বজায় রাখতে পরবর্তীতে আর যেন দুই পাশের রাস্তা দখল করে দোকানপাট না বসায় তাহলে কঠিন তম শাস্তির আওতায় এনে জেল অথবা অর্থদণ্ড দেওয়ার হুঁশিয়ারি দেন। তিনি বাজারের প্রত্যেকটি অলিতে-গলিতে দোকানের ব্যবসায়ী ও মালিকদের কে বলেন বাজারে আইন অমান্য করে বিশৃঙ্খলা সৃষ্টিকারী যাই হোক যত ক্ষমতাসীন হোক আইনানুগভাবে তাকে শাস্তির আওতায় আনা হবে।
এরপরে সন্ধ্যার দিকে গোসাইরহাট উপজেলা নির্বাহি অফিসার মোঃ আলমগীর হোসেন রাস্তার দু’পাশে ফুটপাতের ভ্রাম্যমান দোকান পাট স্থায়ীভাবে দোকানের সামনে বেল কেনাবেচা করছেন তাদের দোকানপাট গুলো পুনর্বাসনের জন্য অত্র বাজারের গো হাট নামক স্থানে অথবা নদীর পারে পৌরসভার নির্মিত ভবনে কেনাবেচা করার জন্য নির্দেশ দিয়েছেন।