মোঃ সাহেদ আহমেদ,গোসাইরহাট:
মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার এই শ্লোগান নিয়ে, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী আইনি সেবা দিতে গোসাইরহাট থানা পুলিশ বিশেষ সার্ভিস ডেস্ক’র শুভ উদ্ধোধন করা হয়েছে।
রবিবার ১০ মার্চ গোসাইরহাট থানা হলরুমে ভার্চুয়ালী ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের সচিব গনভবন থেকে সারাদেশের প্রতিটি থানা এবং শরীয়তপুর জেলা পুলিশ সুপার কার্যালয় হয়ে গোসাইরহাট থানা অফিসার ইনচার্জ মাহাবুব আলম সুমন সহ সকল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য স্থানীয় জনপ্রতিনিধি বিভিন্ন সংগঠনের রাজনীতি ব্যক্তিবর্গ ও বিভিন্ন সেবা প্রত্যাশি ও স্থানীয় সাংবাদিকদের নিয়ে যুক্ত হয়ে এই বিশেষ সেবা ডেস্ক শুভ উদ্ধোধন করা হয়।
গোসাইরহাটে ৫ জনের নামের ভিতর থেকে বাছাই করে একজনকে আড়াই শতাংশ জমির উপর ২ লক্ষ্য টাকা ব্যয়ে একটি ঘর নির্মাণ করে দেয়া হয়। উপকারভোগী ছলেহা বেগম (৬০) স্বামী আলাবস্ক মাঝী গোসাইরহাটের ধীপুর গ্রামের বাসিন্দা। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে চারশত টি থানায় বিশেষ ডেস্ক সার্ভিসের উদ্ধোধনের মাধ্যমে একজন গৃহহীনকে এই ঘর হস্তান্তর করেন।
ঘর পেয়ে উপকারভোগী ছলেহা বেগম আনন্দিত হয়ে বলেন এতদিন আমার মাথা গোজার ঠাঁই ছিলো না এখন আমাকে ঘরে থাকার ব্যবস্থা করে দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ পুলিশ বাহিনীকে দোয়া করি ও কৃতজ্ঞতা জানাই।