বৃহস্পতিবার ৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ সকাল ৭:১৪

গোসাইরহাট উপজেলা প্রশাসন কর্তৃক বাজার মনিটরিং অব্যাহত

আগস্ট ১৪, ২০২৩            

গোসাইরহাট প্রতিনিধিঃ
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা প্রশাসন কর্তৃক বাজার মনিটরিং করা হয়েছে। আর সুফল ভোগ করছে সাধারণ ভোক্তারা। বাজারে কোন প্রকার অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে অসাধু ব্যবসায়ীরা তাই
রোববার গতকাল ১১ টা থেকে বিকেল তিনটা পর্যন্ত টানা চারঘন্টা ব্যাপী স্থানীয় দাশের জঙ্গল বাজারের মেইন রোড, ফলপট্রি, তরকারি মাছবাজার রোডসহ বিভিন্ন রোডের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে বাজার পরিস্থিতি মনিটরিং করছেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুজন দাশগুপ্ত । তিনি সকল ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের সাথে বাজার পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা যাচাই সহ সব নিজ চোখে মনিটরিং করছেন।

উল্লেখ্য গ্যাস সিলিন্ডার, ডিম, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি বিক্রি হচ্ছে কিনা এছাড়াও পিয়াজ, রসুন, আলু, ডাল,তেল,শাকসবজি,তরিতরকারি সহ বিক্রয়কৃত মূল্যের অধিক দামে বিক্রি করা হছে কিনা এবিষয়ে প্রায় প্রত্যেক ব্যবসায়ী তাদের দোকানে মূল্য তালিকা সঠিকভাবে রাখার নির্দেশনা দেয়া হয়েছে। এতে করে ব্যবসায়ীদের প্রতি সাধারণ মানুষের ইতিবাচক ধারনা সৃষ্টি হয়েছে।

গোসাইরহাট উপজেলা প্রশাসন কর্তৃক বাজার মনিটরিং নিয়মিত করার কারণে ভোক্তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবির এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সাধারণ ভোক্তারা বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত বাজার মনিটরিং করার জন্য ধন্যবাদ জানান এবং উপজেলা প্রশাসনের এই কার্যক্রম যেন অব্যাহত থাকে এর দাবী জানান।

গোসাইরহাট উপজেলা সহকারী কমিশনার ভূমি সুজন দাশ গুপ্ত বলেন, বাজার স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসন কর্তৃক বাজার মনিটরিং নিয়মিত অব্যাহত থাকবে।

© Alright Reserved 2021, Hridoye Shariatpur