গোসাইরহাট প্রতিনিধি
গোসাইরহাট উপজেলায় অভিযান চালিযে প্রায় ১ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছেন প্রশাসন। মঙ্গলবার (৬সেপ্টেম্বর) দুপুরে অভিযান চালিয়ে এই অবৈধ কারেন্ট জালগুলো জব্দ করা হয়। অভিযান পরিচালনা করেন গোসাইরহাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সুজন দাশ গুপ্ত।
অভিযান সুত্রে জানা গেছে, গোসাইরহাট দাশের জঙ্গল বাজারের কতিপয় ব্যবসায়ী গোপনে অবৈধ কারেন্ট জাল বিক্রি করে আসছিলেন। সংবাদ পেয়ে উপজেলার দাশের জঙ্গল বাজারের কয়েকটি দোকান ও গোডাউনে অভিযান চালানো হয়। অভিযানকালে মোকলেচ চৌকিদার ও সাইফুল চৌকিদারের গোডাউন থেকে প্রায় ১ লক্ষ মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়। তবে কারেন্ট জাল ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়ুনি। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুজন দাশ গুপ্ত বলেনন আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। থানায় নিয়মিত মামাল রুজু করা হয়েছে। যেহেতু এরা নিয়মিত জালের ব্যবসা করে বলে উপস্থিত জনগণ মতামত দেয়া এবং ঘটনাস্থলে আসামীদের গ্রেফতার সম্ভব হয়নি, তাই তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট না করে নিয়মিত মামলা করা হয়।