শনিবার ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ বিকাল ৪:২৮

গোসাইরহাটে ১৮০টি দূয়ারী ও ৩০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস

জুলাই ২৭, ২০২২            

সাহেদ আহম্মেদ,গোসাইরহাটপ্রতিনিধি:

গোসাইরহাট উপজেলার দাশের জঙ্গল বাজারের ৬টি দোকানে অভিযান চালিয়ে ১৮০টি চায়না দূয়ারী ও ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এসময় একজনকে আটক করা হয়। পরে এসব জাল স্থানীয় ম্যাজিস্ট্রেট, মৎস্য কর্মকর্তা ও পুলিশের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়। বুধবার (২৬ জুলাই) দিনব্যাপী দাশেরজঙ্গল বাজারের ৬টি দোকানে অভিযান চালায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন দাস গুপ্ত।

আটককৃত হলেন, জামাল রাড়ী (৩০), উপজেলার বিনোটিয়া গ্রামের আলতাব রাড়ীর ছেলে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হাসিবুল হক, গোসাইরহাট থানার এসআই আকরামসহ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন দাস গুপ্ত বলেন, দিন ব্যাপী উপজেলার দাসেরজঙ্গল বাজারের অভিযান পরিচালনা করা হয়। এসময় ৬টি দোকান থেকে কারেন্ট ও চায়না দূয়ারী জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১০ লাখ ২০ হাজার টাকা। এসময় জামাল রাড়ী নামের একজনকে আটক করি। পরে উপজেলা দাশেরজঙ্গল বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জামাল রাড়ীকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা জরিমানা করা হয়৷ আর জালগুলো উপজেলা মৎস্য কর্মকর্তা, জনগন, পুলিশসহ সাংবাদিক উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়।

 

© Alright Reserved 2021, Hridoye Shariatpur