মঙ্গলবার ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ বিকাল ৩:২৬

গোসাইরহাটে স্কুলের ১২ শতাংশ জমি উদ্ধার করলো উপজেলা প্রশাসন

মার্চ ২০, ২০২২            

সাহেদ আহম্মেদ বাবু, গোসাইরহাট:

গোসাইরহাট উপজেলার নলমুড়ি ইউনিয়নের ঘাটাখান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২ শতাংশ জমি উপর অবৈধভাবে দির্ঘদিন দখলে থাকা বসতবাড়ি উচ্ছেদ করা হয়েছে। উপজেলা প্রশাসন ঐ জমি স্কুলের প্রধান শিক্ষিকার হাতে বোঝিয়ে দেন। রবিবার ২০ মার্চ সকাল ১১ টার দিকে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন গোসাইরহাট উপজেলা সহকারী কমিশনার ভুমি  সুজন দাশ গুপ্ত।

 

উপজেলা ভুমি অফিসের তথ্যমতে এর আগে ১৪ মার্চ তাদেরকে স্থাপনা বসত বাড়ি সারিয়ে নেওয়ার জন্য নোটিশ পাঠানো হয় এবং ঐ নোটিশের উল্লেখ জেলা প্রশাসক কার্যালয়ের উচ্ছেদ মুকাদ্দামা ৪৬ নং মৌজা ৩ নং খতিয়ানে ১৮১ নম্বর দাগের ১২ শতাংশ জমি ২৮ নং ঘাটাখান সরকারি প্রাথমিক বিদ্যালয় বাংলাদেশ সরকার পক্ষে শিক্ষা বিভাগ এই মর্মে ঐ জমিতে থাকা তাদের বসত বাড়ির মালামাল ও আসবাবপত্র সরিয়ে নেওয়ার জন্য, এবং একইসাথে  উপজেলা সহকারী কমিশনার ভুমি অফিসারকে উচ্ছেদ অভিযান পরিচালনা করার জন্য নিয়োগ দেয়া হয়।

ঐ বসত বাড়িতে থাকা পাঁচটি পরিবার দাবি করেন তারা ৫০ থেকে ৬০ বছর এখানে বাসবাস করে আসছি কিন্তু এখন স্থানীয় কিছু কুচক্রী মহলের হস্তক্ষেপে এই জমী সরকারীকরণ করে স্কুলের জন্য জমি নিয়ে গেছেন। আমাদের এই জমি উছেদের বিরুদ্বে আদালতে মামলা চলমান রয়েছে।

গোসাইরহাট উপজেলা সহকারী কমিশনার ভুমি  সুজন দাশ গুপ্ত বলেন শিক্ষা বিভাগের আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয়ের আদেশবলে ঘাটাখান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২ শতাংশ ভূমিতে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদপূর্বক শিক্ষা বিভাগকে বুঝিয়ে দেয়া হয়। এই উচ্ছেদ কার্যক্রমে পুলিশ বিভাগ,  ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ ও এলাকার সাধারণ জনগণ সার্বিক সহযোগিতা করেছেন।

© Alright Reserved 2021, Hridoye Shariatpur