সোমবার ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ রাত ৮:১৯

গোসাইরহাটে সুপারি গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

সেপ্টেম্বর ১০, ২০২৩            

সাহেদ আহমেদ গোসাইরহাটঃ

শরীয়তপুর গোসাইরহাটে সুপারি গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জাহাঙ্গীর আলম বন্ধুকসি (৫৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১০-সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে গোসাইরহাট উপজেলার নলমুড়ি ইউনিয়নের চরমনপুরা খুনেরচর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আঃ রহমান বন্ধুকসির ছেলে। জাহাঙ্গীর ফরিদপুর একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন এবং পরিবার নিয়ে সেখানেই বসবাস করতেন ছুটির সুবাধে গতমাসে বাড়িতে আসেন জানায় পরিবার।

থানা সুত্রে জানা যায়, রোববার সকাল ৯টার দিকে বাড়ির পাশে সুপারি গাছ কাটতে যান জাহাঙ্গীর আলম। সুপারি গাছটি কাটার সময় তা বিদ্যুতের তারের সংস্পর্শে আসলে ওই যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়।

এসময় আহত অবস্থায় দেখতে পেয়ে পরিবার স্থানীয়রা তাকে উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে । কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোসাইরহাট থানার পুলিশ উপ পরিদর্শক মনিরুজজ্জান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এবিষয় একটি অপমৃত্যুর মামলা নেওয়া হবে।

© Alright Reserved 2021, Hridoye Shariatpur