হৃদয়ে শরীয়তপুর ডেক্স:
গোসাইরহাট উপজেলার ইদিলপুরে নিষিদ্ধ ঝাটকা ইলিশসহ ৩জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টা গোসাইরহাট উপজেলার ইদিলপুর বালিকা বিদ্যালয়ের সামনে সড়ক থেকে উপজেলা মৎস্য কর্মকর্তা ঝাটকাসহ তাদের আটক করেন।
আটককৃতরা হলেন মো. সবুজ হাওলাদার(২৮), মো. সাহা আলম (৩৬), মো. আলতাব হোসেনের ছেলে মো. আনোয়ার হোসেন (২০)। আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় মো. আনোয়ার হোসেনকে ৫ হাজার টাকা জরিমান এবং সাতদিনের কারাদন্ড ও ২ জনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে। গোসাইরহাট উপজেলা সহকারী কমিশনার ভূমি সুজন দাশগুপ্ত এই রায় দেন।
এ সময় জব্দকৃত জাটকা মাছ গোসাইরহাট উপজেলার ২৩ টি মাদ্রাসায় এবং গোসাইরহাট উপজেলার মহিষকান্দি এলাকায় প্রধানমন্ত্রীর উপহারের ঘরে বসবাসরত পরিবারের মাঝে এই মাছ বন্টন করেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল ইসলাম বলেন, জাটকা ইলিশ শিকার করা মজুদ ক্রয়-বিক্রয় পরিবহন করা সম্পূর্ণ বেআইনি এর বিরুদ্ধে আমাদের গোসাইরহাট উপজেলা মৎস্য অধিদপ্তর কর্তৃক অভিযান অব্যাহত আছে।