হৃদয়ে শরীয়তপুর ডেস্কঃ
শরীয়তপুরের গোসাইরহাটে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে গোসাইরহাট পৌরসভা মহিলা আওয়ামী লীগ। মঙ্গলবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ অফিসের হলরুমে এ কম্বল বিতরণ করেন পৌরসভা মহিলা আওয়ামী লীগের সভাপতি মনি মালা ।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেওয়ান মোহাম্মদ শাজাহান, আওয়ামী লীগ নেতা কামাল মিয়া প্রমুখ।
কম্বল বিতরণ শেষে গোসাইরহাট পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মনি মালা বলেন, ৮০জন পরিবারের মাঝে আমি কম্বল বিতরণ করেছি। সবাই দোয়া করবেন আমি যেনো অসহায় মানুষের পাশে থাকতে পারি। আমার এ কার্যক্রম অব্যাহত থাকবে।