মঙ্গলবার ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ বিকাল ৩:১৪

গোসাইরহাটে শিশু ধর্ষণের চেষ্টা মামলায় একজন কারাগারে

আগস্ট ৩১, ২০২৩            

গোসাইরহাট প্রতিনিধিঃ
শরীয়তপুর জেলার গোসাইরহাটে ৯ বছরের শিশু ধর্ষণ চেষ্টা মামলায় ৫০ বছরের আলতাফ নামে একজনকে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। মঙ্গলবার রাতে মামলাটি রুজু হওয়ার পর ওই রাতেই ধর্ষক হাতেমকে গ্রেফতার করে পুলিশ। বুধবার তাকে শরীয়তপুর কোর্টে প্রেরণ করা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন। অভিযুক্ত আলতাফ উপজেলার পট্রি গ্রাম এলাকার বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায় যে, গত ৭ আগস্ট ( সোমবার) রাত অনুমান ১০টার দিকে মামলার বাদীর স্ত্রীর বাচ্চা প্রসবের জন্য হাসপাতালে যাওয়ায় তার ৯ বছরের শিশু কন্যা ও একটি মহিলা মাদ্রাসার ২য় শ্রেনীর ছাত্রী, বাড়িতে একা থাকতে ভয় পাবে তাই একই গ্রামের মৃত মোসলেম সিকদারে ছেলে আলতাফ সিকদার(৫০) এর বাড়িতে ঘুমানোর জন্য রেখে যায় সেই সুযোগে আলতাফ শিশু মেয়েটিকে ধর্ষন চেস্টাকালে এক পর্যায়ে তার শরীরের জামা কাপর খুলে বিভিন্ন স্পর্শকাতর জায়গায় হাত দিলে মেয়েটি ব্যাথায় চিৎকার করলে মেয়েটির মুখ চেপে ধরে চুপ থাকতে বলে আলতাফ এবং কাউকে কিছু বলতে না বলে। এরপর শিশুটি ভয়ে কাউকে কিছু বলতে পারেনি এরপরে চলতি মাসের ২৭ আগস্ট শনিবার তার শরীরের গোপন স্থানে বিভিন্ন ক্ষত ও সমস্যা দেখা দেয়। পরে বিষয়টি শিশুটি তার মায়ের কাছে বলে এরপর। শিশুটির বাবা বাড়ীতে এসে শিশুটির কাছে ঘটনার বর্ণনা শুনে সাথে সাথে থানায় এসে এ বিষয়ে একটি মামলা দায়ের করেন। পরে সন্ধায় পুলিশ আলতাফকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গোসাইরহাট থানা অফিসার ইনচার্জ মো.আসলাম সিকদার জানান, আলতাফের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার লিখিত অভিযোগ দিয়েছে শিশুটির পরিবার। স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই শিশুকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আলতাফকে আটক করে আদালতে প্রেরন করা হয়েছে।

© Alright Reserved 2021, Hridoye Shariatpur