রবিবার ১১ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ রাত ৩:১৭

গোসাইরহাটে শিক্ষিকাকে মারধরের অভিযোগ, ছাত্রলীগ নেতার দুই মাসের কারাদণ্ড

ফেব্রুয়ারি ২০, ২০২২            

গোসাইরহাট প্রতিনিধি:

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার সফুরা বেগম মহিলা কলেজে নকল সরবরাহে বাধা দেওয়ায় এক শিক্ষিকাকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রলীগনেতাসহ ৫/৬ জনের বিরুদ্ধে।
শনিবার দুপুর ১টা ৩০ মিনিটের সময় এই ঘটনা ঘটে। শিক্ষিকাকে মারধরের অভিযোগ শামসুর রহমান কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি মাহবুবকে আটক করে মোবাইল কোটের মাধ্যমে ২ মাসের কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোসাইন। পলাতক রয়েছে আরো ৫ জন।

জানা যায়, শনিবার দুপুরে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলার সময় গোসাইরহাট শামছুর রহমান সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি মাহাবুব তালুকদার, সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ ও পৌরসভা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আতিকুর রহমান রাতুলসহ ৫ থেকে ৬ জন সফুরা বেগম মহিলা কলেজে নকল সরবরাহের জন্য পরীক্ষাকেন্দ্রের একটি কক্ষে প্রবেশ করেন। এসময় কক্ষে থাকা শারমিন রহমান নামে এক শিক্ষিকা নকল সরবরাহে বাধা দিলে ওই শিক্ষিকাকে মারধর করে। এঘটনায় একজনকে মোবাইল কোটের মাধ্যমে ২মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে,পলাতক রয়েছেন আরো ৫ জন।

এ বিষয়ে ওসি মাহাবুব আলম বলেন, শিক্ষিকাকে মারধরের ঘটনায় ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রাত ৮টার দিকে পুলিশ গোসাইরহাট শামছুর রহমান সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি মাহাবুব তালুকদারকে গ্রেপ্তার করে মোবাইল কোটের মাধ্যমে দুই মাসের কারাদণ্ড দিয়ে জেলখানায় পেরন করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

জানতে চাইলে অভিযোগকারী শিক্ষিকা শারমিন রহমান মুঠোফোনে বলেন, পরীক্ষা চলার সময় ৫-৬ জন তরুণ নকল সরবরাহ করার জন্য কক্ষে প্রবেশ করে। আমি তাদের প্রবেশে বাঁধা দিলে তারা আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। আমাকে চড়-থাপ্পড় মেরে ধাক্কা দিয়ে ফেলে দেয়। অন্য শিক্ষকরা এসে আমাকে উদ্ধার করেন। যারা আমাকে মারধর করেছে পরে জানতে পারি তারা সবাই স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মী।

© Alright Reserved 2021, Hridoye Shariatpur